Sunday, November 2, 2025

ইতিহাস গড়ল ম্যানসিটি , টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন গুয়ার্দিওলার দল

Date:

নতুন ইতিহাস গড়ল ম্যানঞ্চেস্টার সিটি। রবিবার ওয়েস্ট হ্যামকে ৩-১ গোলে হারিয়ে, টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেন ফিল ফডেন, আর্লিং হালান্ডরা। লিগের ১৩৫ বছরের পুরনো ইতিহাসে এর আগে আর কোনও দল টানা চার মরশুম খেতাব জিততে পারেনি। এর আগে অ্যাস্টন ভিলা এবং লিভারপুল পাঁচ মরশুমে চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল।

গতকাল ঘরের মাঠে খেলা মিনিট দুয়েক গড়াতে না গড়াতেই ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিলেন ফডেন। সতীর্থ বের্নার্দো সিলভার পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের রকেটের মতো শটে জাল কাঁপান তিনি। ১৮ মিনিটে ফডেনের গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ম্যান সিটি। জেরেমি ডোকুর পাস থেকে বল পেয়েছিলেন ফডেন। তবে বিরতির আগেই মহম্মদ কুদুসের গোলে ১-২ করে দিয়েছিল ওয়েস্ট হ্যাম। যদিও ৫৯ মিনিটে রদ্রির গোলে জয় খেতাব নিশ্চিত করে ফেলে পেপ গুয়ার্দিওলার দল। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন ম্যান সিটি কোচ ও ফুটবলাররা। ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল ম্যান সিটি।

অন্যদিকে, এভারটনকে ২-১ গোলে হারালেও দ্বিতীয় স্থানে থেকেই লিগ শেষ করল আর্সেনাল। তাদের পয়েন্ট ৩৮ ম্যাচে ৮৯। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এদিন শেষ ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে উলভসকে। লিভারপুলের কোচ হিসেবে এটাই ছিল জুরগেন ক্লপের শেষ ম্যাচ। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রাইটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

আরও পড়ুন- এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Related articles

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...
Exit mobile version