Sunday, November 2, 2025

এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Date:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? কারণ মুখে না বললেও, মনে করা হচ্ছিল চেন্নাইয়ের মাথে খেলে অবসরের কথা ঘোষণা করবেন ধোনি। কিন্তু তার আগেই বিদায় নেয় সিএককে। তাহলে এবার কী? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

এই নিয়ে সেই কর্তা এক সংবাদমাধ্যমে বলেন, “ ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপরে ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভাল জানে। দেখা যাক কী হয়।” সামনের বার আইপিএলের বড় নিলাম। মনে করা হচ্ছে তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।

গতবছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। ২০২৩ আইপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এরপর চলতি আইপিএল-এর আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আইপিএল-এ দেখা গিয়েছে মাঝে মাঝে খেলতে সমস্যা হচ্ছে। গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। তাই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল হয়েছে দ্বিগুণ।

আরও পড়ুন- এবার মাঠের বাইরেও মেসিকে টেক্কা দিলেন রোলান্ডো





Related articles

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...
Exit mobile version