Tuesday, November 4, 2025

এবার মাহির অবসর নিয়ে মুখ খুললেন চেন্নাই কর্তা, কী বললেন তিনি?

Date:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু কাছে হেরে ২০২৪ আইপিএল থেকে বিদায় নিয়ে চেন্নাই সুপার কিংস। আইপিএল থেকে বিদায় নিতেই হতাশ চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এরপরি মাহিপ্রেমীদের মধ্যে প্রশ্ন জাগে এবার কি আইপিএল থেকে অবসর নিয়ে নেবেন মাহি? কারণ মুখে না বললেও, মনে করা হচ্ছিল চেন্নাইয়ের মাথে খেলে অবসরের কথা ঘোষণা করবেন ধোনি। কিন্তু তার আগেই বিদায় নেয় সিএককে। তাহলে এবার কী? এই প্রশ্ন উঠতেই ধোনির অবসর নিয়ে মুখ খুললেন এক চেন্নাই কর্তা। জানালেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস আগে অপেক্ষা করতে চাইছেন।

এই নিয়ে সেই কর্তা এক সংবাদমাধ্যমে বলেন, “ ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তারপরে ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভাল জানে। দেখা যাক কী হয়।” সামনের বার আইপিএলের বড় নিলাম। মনে করা হচ্ছে তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি।

গতবছর থেকে চোট সমস্যায় ফেলেছে ধোনিকে। ২০২৩ আইপিএল-এ দলকে চ্যাম্পিয়ন করে হাঁটুতে অস্ত্রোপচার করান তিনি। এরপর চলতি আইপিএল-এর আগে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। আইপিএল-এ দেখা গিয়েছে মাঝে মাঝে খেলতে সমস্যা হচ্ছে। গত আইপিএলের শেষে সমস্ত জল্পনায় জল ঢেলে ধোনি নিজেই জানিয়ে দিয়েছিলেন যে আইপিএলের ১৭ তম মরশুমে খেলবেন তিনি। কিন্তু এবার তেমন কিছুই শোনা যায়নি তাঁর মুখে। তাই ক্রিকেটপ্রেমীদের কৌতূহল হয়েছে দ্বিগুণ।

আরও পড়ুন- এবার মাঠের বাইরেও মেসিকে টেক্কা দিলেন রোলান্ডো





Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version