Monday, May 19, 2025

“দিদির নির্দেশ শিরোধার্য”: নির্বাচনী প্রচার সভা থেকে দেবের দায়িত্ব বাড়ালেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

ঘাটালের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dipak Adhikari) দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। দ্বায়িত্ব দেন পাঁশকুড়ার বিধানসভাও দেখার।

এবার লোকসভায় দেব (Dipak Adhikari) প্রার্থী হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তিনি নিজেও সেই কথা প্রকাশ করেছিলেন। সংসদে অধিবেশনের শেষদিনে দেবের X Handle পোস্ট জল্পনা উস্কে দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হস্তক্ষেপে প্রার্থী হতে রাজি হন দেব। নাম ঘোষণার পরে থেকেই নিজের এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। যদিও, সারা বছরই ঘাটালের মানুষের সমস্যায় পাওয়া যায় তাঁকে। এবার দেবের সমর্থনে একাধিক সভা-রোড শো করেছেন মমতা-অভিষেক। এদিনের সভা থেকে দেবের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মমতা।

তৃণমূল সভানেত্রী বলেন, “পাঁশকুড়ায় আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। নন্দীগ্রামের শহিদের এই মাকে পাঁশকুড়ার মানুষ জিতিয়েছেন। তবে বয়সের ভারে তিনি সব সময় আসতে পারেন না। দেবকে বলব, যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।” এবার থেকে পাঁশকুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্বও নিতে হবে দেবকে। নেত্রীর নির্দেশ মাথা পেতে নিয়ে দেব জানালেন, “দিদির নির্দেশ শিরোধার্য। এখন থেকে ঘাটালে গেলে পাঁশকুড়াতেও যাব।” দেব জিতলে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও জানান মমতা।

তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমি শুনেছি বাঁকুড়া সিটটাতে অরূপ চক্রবর্তী জিতে যাবে। বিষ্ণুপুর সিটটাও জিতব। যদি ওন্দার মানুষ ভোটটা দেন। না দিলে দুঃখ পাব। মনে রাখবেন, ওন্দায় আগে কিছু ছিল না, আমরা ক্ষমতায় আসার পর অনেক কিছু করেছি।”

সভা চলাকালীন মেঘ করে আসে। উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ঝড় উঠলে আমার কথা বসে শুনতে হবে না। সকলে নিরাপদে চলে যাবেন। আর কেউ গাছের তলায় দাঁড়াবেন না।”






spot_img

Related articles

টিটাগড়ের বহুতলের ফাঁকা ঘরে বিস্ফোরণ! ঘটনাস্থলে পুলিশ

ফাঁকা বহুতলের ঘরে বিস্ফোরণে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ে। বিস্ফোরণে ঘরের দেওয়ালের অংশ ভেঙে পাশের বাড়ির চালে গিয়ে...

পাকিস্তানের অপারেশন! অজ্ঞাত আততায়ীদের হাতে খুন লস্কর নেতা সইফুল্লাহ

একদিকে যখন পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে অপারেশন সিন্দুর (Operation Sindur) চালিয়ে চলেছে ভারত, তখনই পাকিস্তান থেকে এলো...

বাংলাদেশকে ‘উচিত শিক্ষা’ দিতেই উদ্যোগ! কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট

উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী বয়রা গ্রামে বাংলাদেশ থেকে প্রবাহিত কপোতাক্ষ নদের জল আটকাতে তৈরি হল স্লুইস গেট। বর্ষাকালে...

ভগবানপুরে অস্ত্র-সহ গ্রেফতার দুই বিজেপি নেতা! চাঞ্চল্য এলাকায় 

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থেকে বন্দুক ও গুলি-সহ দুই বিজেপি নেতার গ্রেফতারিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ধৃতরা হলেন...