Saturday, January 17, 2026

“দিদির নির্দেশ শিরোধার্য”: নির্বাচনী প্রচার সভা থেকে দেবের দায়িত্ব বাড়ালেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

ঘাটালের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dipak Adhikari) দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, পাঁশকুড়ায় দেবের সমর্থনে নির্বাচনী প্রচার সভা থেকে এই নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। দ্বায়িত্ব দেন পাঁশকুড়ার বিধানসভাও দেখার।

এবার লোকসভায় দেব (Dipak Adhikari) প্রার্থী হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তিনি নিজেও সেই কথা প্রকাশ করেছিলেন। সংসদে অধিবেশনের শেষদিনে দেবের X Handle পোস্ট জল্পনা উস্কে দেয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হস্তক্ষেপে প্রার্থী হতে রাজি হন দেব। নাম ঘোষণার পরে থেকেই নিজের এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। যদিও, সারা বছরই ঘাটালের মানুষের সমস্যায় পাওয়া যায় তাঁকে। এবার দেবের সমর্থনে একাধিক সভা-রোড শো করেছেন মমতা-অভিষেক। এদিনের সভা থেকে দেবের দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন মমতা।

তৃণমূল সভানেত্রী বলেন, “পাঁশকুড়ায় আমাদের বিধায়ক ফিরোজা বিবি বয়স্ক। নন্দীগ্রামের শহিদের এই মাকে পাঁশকুড়ার মানুষ জিতিয়েছেন। তবে বয়সের ভারে তিনি সব সময় আসতে পারেন না। দেবকে বলব, যেমন ঘাটালে খুব যায়। ডেবরা, কেশপুরে যায়। এবার থেকে ফিরোজাকে সাহায্য করার জন্য এখানে একটু বেশি সময় দিতে।” এবার থেকে পাঁশকুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্বও নিতে হবে দেবকে। নেত্রীর নির্দেশ মাথা পেতে নিয়ে দেব জানালেন, “দিদির নির্দেশ শিরোধার্য। এখন থেকে ঘাটালে গেলে পাঁশকুড়াতেও যাব।” দেব জিতলে এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথাও জানান মমতা।

তৃণমূল সুপ্রিমোর কথায়, “আমি শুনেছি বাঁকুড়া সিটটাতে অরূপ চক্রবর্তী জিতে যাবে। বিষ্ণুপুর সিটটাও জিতব। যদি ওন্দার মানুষ ভোটটা দেন। না দিলে দুঃখ পাব। মনে রাখবেন, ওন্দায় আগে কিছু ছিল না, আমরা ক্ষমতায় আসার পর অনেক কিছু করেছি।”

সভা চলাকালীন মেঘ করে আসে। উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ঝড় উঠলে আমার কথা বসে শুনতে হবে না। সকলে নিরাপদে চলে যাবেন। আর কেউ গাছের তলায় দাঁড়াবেন না।”






spot_img

Related articles

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার...

পাহাড় প্রেমই ‘কাল’! জিরো পয়েন্টে বেড়াতে গিয়ে মৃত্যু কলকাতার মহিলার

শীতের মরশুমে প্রকৃতিপ্রেমীদের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন পাহাড়। কিন্তু শুক্রবার উত্তর সিকিমের পার্বত্য এলাকায় ছুটি কাটাতে গিয়ে মারা গেলেন...

“অনির্বাণের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওকে কাজ করতে দিন”, কাদের বললেন দেব

'দেশু' (DeSu) জুটির আগামী সিনেমাতে কি সত্যিই কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)? গত দুদিন ধরে চলতে...

রণসংকল্প যাত্রায় আজ বহরমপুরে অভিষেকের রোড শো 

কখনও তিনি র‍্যাম্পে 'ভূত'দের হাটাচ্ছেন, কখনও আবার রোড শোতে গাড়ির মাথায় উঠে আসন্ন নির্বাচনে বিজেপিকে ভোকাট্টা করার জোরালো...