দেশ জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব। পাঁচ দফা নির্বাচন (Loksabha Election) হয়ে গেছে। বাকি আর দুই দফা। জোর কদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। এর মাঝেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিজেপিকে (BJP) দেশ থেকে তাড়াবার বার্তা দিতে দেখা গেল গায়ক কবীর সুমনকে (Kabir Suman)। একসময় তৃণমূল কংগ্রেসের (TMC) টিকিটে যাদবপুরের মতো জায়গায় ভোটে দাঁড়িয়ে সিপিএমকে হারিয়েছিলেন। তবে আপাতত রাজনৈতিক পরিচয় থেকে অনেকটাই দূরে রয়েছেন শিল্পী। কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁর সঙ্গে দেখা করতে যান। এবার সেই সুমনকেই নির্বাচনের আবহে রাজনৈতিক পোস্ট করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

সংগীত জীবন থেকে শুরু করে ব্যক্তিগত কর্মকাণ্ড এবং পরবর্তীতে রাজনৈতিক অধ্যায় পর্যন্ত প্রতি পর্যায়ে একাধিক বিতর্ককে সঙ্গী করে এগিয়ে চলেছেন কবীর সুমন। এবার ভারতীয় জনতা পার্টিকে দেশ থেকে উৎখাত করার বার্তা দিলেন তিনি। বারাকপুরে অর্জুন সেনকে হারিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের মতো শিক্ষিত মানুষকে জয়যুক্ত করার আহ্বানও জানিয়েছিলেন তিনি। তৃণাঙ্কুর ভট্টাচার্য শিল্পীর সেই ভিডিও বার্তা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করেন। রবিবার কবীর সুমনের একটি ভিডিয়ো সামনে আসে। সেখানে কবীর সুমন বলেন, ‘এই দেশটা বৌদ্ধদের পৈতৃক সম্পত্তি নয়, খ্রিষ্টানদের পৈত্রিক সম্পত্তি নয়। এই দেশটা সকলের জায়গা। এখানে সত্যপীরের সিন্নি হয়।’ এর পাশাপাশি তিনি বলেন যে বিজেপি এই দেশকে রসাতলে পাঠিয়েছে। আরও একটা সুযোগ দেয়া মানে পরবর্তী প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া। অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে দেশের সম্পদ ধনী ব্যবসায়ীদের কাছে বিক্রি করার বিজেপিকে তাড়াবার জন্য সকল অনুরোধ করেন কবীর সুমন। তাঁর কথায়, ‘এই বিজেপি আমাদের নয় কিন্তু এই দেশ আমাদের।’ তাই দেশ বাঁচাতে বড় বার্তা দিলেন শিল্পী।

