Saturday, August 23, 2025

খুব তাড়াতাড়ি সন্দেশখালি যাবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন পর্বে বারবার বিরোধীদের নিশানায় উঠে আসা সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন। রাজনীতির নামে মহিলাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া নিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানিয়েছেন তিনি। এবার খুব তাড়াতাড়ি সেই সন্দেশখালির মানুষদের সঙ্গে কথা বলতে সেখানে যাওয়ার বার্তা দিলেন মমতা।

লোকসভা নির্বাচনে বিভিন্ন ভাবে বাংলাকে অপমান করা বিজেপিকে বাংলার মানুষ অনেক আগেই অস্বীকার করেছে। নির্বাচনের পাঁচ দফা পেরিয়ে যাওয়ার পরে সেটা বিজেপি নেতাদের হতাশা দেখলেও স্পষ্ট হয়। অন্যদিকে উন্নয়নের জোরে বলিয়ান তৃণমূল বাংলায় আগের থেকেও ভালো ফল করায় প্রত্যাশী। বসিরহাট লোকসভা কেন্দ্রেও একইভাবে প্রার্থী হাজী নুরুল ইসলামের জয়ও সময়ের অপেক্ষা। আর সেই জয় সম্পন্ন হলেই সন্দেশখালি পৌঁছাবেন মমতা।

তিনি বলেন, “আমি তাড়াতাড়ি সন্দেশখালি যাব।” নির্বাচনী প্রচারে গোটা রাজ্যে এক নাগাড়ে প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী সপ্তম দফার নির্বাচন কেন্দ্রের জন্যও প্রচার শুরু করেছেন। মঙ্গলবারই তিনি বসিরহাট কেন্দ্রের প্রার্থী হাজী নরুল ইসলামের প্রচার করেন। সন্দেশখালি এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। সন্দেশখালির মানুষের জন্য মমতার বার্তা, “আমি ওখানকার মানুষের সঙ্গে দেখা করতে যাব।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version