Sunday, May 4, 2025

বোতলে “কার্বলিক অ্যাসিড”! “জাত গোখরো” মিঠুনকে ঘিরে অভিনব বিক্ষোভ মেদিনীপুরে

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তাঁর জনপ্রিয় সিনেমার ডায়ালগগুলি রাজনীতির মঞ্চে টেনে এনেছিলেন। কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে নিজেকে ‘জাত গোখরো’ বলে হাততালি কুড়িয়ে ছিলেন দলবদলু মিঠুন চক্রবর্তী। এবার সেই অনুষঙ্গ টেনে মিঠুনের সামনে অভিনব প্রতিবাদ মেদিনীপুরে। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে আজ, মঙ্গলবার রোড-শো করছিলেন মিঠুন। তখনই রাস্তায় কিছু যুবক হাতে প্লাস্টিকের বোতল নিয়ে বিক্ষোভ দেখান। বোতলের উপরে সাদা টুকরো কাগজের উপরে লেখা ছিল ‘কার্বলিক অ্যাসিড’।

বিক্ষোভকারীদের গলায় ঝোলানো ছিল ‘বাংলার মানুষ’ লেখা পোস্টার। কারও কারও হাতে ছিল রঙিন জল ভরা বোতলও। সেগুলির উপরেই লেখা ছিল কার্বলিক অ্যাসিড। প্রতীকী প্রতিবাদে ‘জাত গোখরো’ মিঠুনের মুখ বন্ধের ইঙ্গিত দেওয়া হয়েছে বলেই মনে করছেন রাজনীতির কারবারীরা।

আরও কিছু বিক্ষোভকারীর হাতে ছিল ইংরেজিতে লেখা একটি পোস্টার, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “বন্যপ্রাণের ক্ষতি করার কোনও উদ্দেশ্য আমাদের নেই।” স্বঘোষিত ‘জাত গোখরো’ মিঠুনকে খোঁচা দিতেই যে এই পোস্টার বানানো, তা নিয়ে কোনও সংশয় নেই। কাউকে আবার সাপের ফণার বিভঙ্গে নাচ করতেও দেখা যায়।

আজ, মঙ্গলবার সকালে মিঠুনের রোড-শো ঘিরে তুলকালাম হয় মেদিনীপুরে। শহরের কেরানিতলা এলাকার রাস্তা পাশে বিক্ষোভ দেখাচ্ছিলেন একদল যুবক। এরপর মিঠুনের রোড-শো যখন সেখানে পৌঁছয়, তখন দু’পক্ষের মধ্য়ে তুমুল বচসা শুরু হয়। সেই বচসা গড়ায় হাতাহাতি জুতো-ইট-বোতল ছোড়ার অভিযোগ ওঠে। যা ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।





 

spot_img
spot_img

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...