Wednesday, December 3, 2025

সম্বিতের মন্তব্য জগন্নাথ-ভক্তদের ভাবাবেগে আঘাত: কটাক্ষ শান্তনুর, চাপে প্রায়শ্চিত্তের পথে BJP প্রার্থী

Date:

Share post:

পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রের বক্তব্য নিয়ে বিজেপিকে ধুয়ে দিল তৃণমূল। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের সাংসদ শান্তনু সেন স্পষ্ট জানান, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করতে বিজেপিকে বহুদিন ধরে দেখছে মানুষ। ধর্মের নামে মানুষের ভেদাভেদ করাই ওদের রাজনীতির মূল লক্ষ্য। বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র যা বললেন, তা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে আঘাত করেছে। তিনি বললেন,‘প্রভু জগন্নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত’। এই কথার মধ্য দিয়ে সারা পৃথিবীর কোটি কোটি জগন্নাথ ভক্তের ভাবাবেগকে তিনি আঘাত করেছেন। সনাতন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তাদের ভাবাবেগকে আঘাত করেছেন। এই ক্ষমতার ঔদ্ধত্য তাদের বিপর্যয়ের শেষ সীমায় পৌঁছে দেবে। এই দ্বন্দ্বের জন্যই ২০১৯ এ পুরীতে সম্বিত পাত্র পরাজিত হয়েছিলেন।

তৃণমূলের এই প্রবল সমালোচনার মুখে পড়ে পুরীর বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় শাসক দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হলেন। সেই সঙ্গে জানালেন, এই ভুলের জন্য তিনি প্রায়শ্চিত্তও করবেন।নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োয় সম্বিত বলেছেন, আজ আমার করা একটি ভুলের জন্য আমি আন্তরিক ভাবে ব্যথিত। পুরীতে যেদিন প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন। আমি সেই বিষয়ে বহু সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি। ভিড়ের মধ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে বলতে ভুল বশত ‘ভগবান শ্রী জগন্নাথের ভক্ত মোদি’ বলার বদলে ‘মোদির ভক্ত জগন্নাথ’ বলে ফেলি। আমার এই ভুলের জন্য আমি প্রভু জগন্নাথের চরণে মাথা ঝুঁকিয়ে ক্ষমাপ্রার্থনা করছি। আমি এই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আগামী তিন দিন উপবাস করব।

প্রসঙ্গত, সোমবার পুরীতে সম্বিতের সমর্থনে রোডশো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জগন্নাথের মন্দিরে পুজোও দেন তিনি। বিজেপি নেতা একই সঙ্গে বলেন, এই ভুলকে অকারণ রাজনৈতিক ‘ইস্যু’ না বানাতে। সম্বিত বলেন, তাঁর আশা প্রভু জগন্নাথ ক্ষমা করবেন তাঁকে। কারণ, তাঁর কথায়, ভগবানও ‘মুখ ফস্কে’ বলা কথার দোষ নেন না। তিনি জানেন, আমিও তাঁর অসংখ্য ভক্তের একজন। এবং কেউ কখনওই কোনও ভগবানকে মানুষের ভক্ত বলবেন না।

 

spot_img

Related articles

জেলা সফরে বহরমপুরে মুখ্যমন্ত্রী: বুধের সভার জন্য প্রস্তুত মালদহের গাজোল

মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক শেষেই জেলা সফরে মুখ্যমন্ত্রী। পৌঁছে যান মুর্শিদাবাদে বহরমপুরে। বুধবার সকালে  তিনি হেলিকপ্টারে করে উড়ে...

নিভৃতে… খাদ্যহীন! যার জন্য দেশে সূ্ত্রপাত ‘নারী আন্দোলনে’র, সেই ‘মথুরা’ই দুরবস্থায় মহারাষ্ট্রে

সেই সালটা ১৯৭২। এখন ২০২৫। মাঝে পেরিয়েছে ৫৩ বছর। এর মধ্যে তাঁকে ভুলেই গিয়েছে গোটা দেশ। হঠাৎ মনে...

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...