Wednesday, November 12, 2025

জলে -জঙ্গলে রহস্য রোমাঞ্চ, প্রকাশ্যে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’- এর মোশন পোস্টার

Date:

রাতের অন্ধকারে জলের ধার ঘেসে এগিয়ে আসছে ফাঁকা নৌকা। কিছুটা এগোতেই পাড়ের ধারে ধাক্কা মারল এক হলুদ বস্তাকে। তারপর সেটা উল্টে যেতেই বেরিয়ে এল একটা হাত… মোশন পোস্টার থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এক গোয়েন্দা গল্প আর টানটান থ্রিলার দর্শকদের উপহার দিতে হলেছেন দুলাল দে। ছবির নাম ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ (Aranyor Prachin Probaad)। প্রথম ছবির জন্য ‘অ্যাকসিডেন্টাল ডিটেকটটিভ’ চরিত্রকে বেছে নিয়েছেন পরিচালক। এই গোয়েন্দামশাই আবার ব্যাট আর মাথা দুটোই সমান তালে চালাতে জানেন। কিন্তু জঙ্গলের রহস্যঘেরা আবহে এ কার মৃতদেহ? সত্যিই কি মোশন পোস্টারে যে ঝলক দেখা গেছে সেই দৃশ্য ছবিতে জায়গা করে নিয়েছে? পরিচালক দুলাল দে (Dulal Dey) বলছেন, এই উত্তর পেতে জন্য আগামী জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে।

জেএসএম এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা জীতু কমল (Jeetu Kamal)। সহ প্রযোজনায় এনআইএসএস ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। এই ‘অরণ্য’ নামের চরিত্রটি আসলে ঘটনাচক্রে গোয়েন্দাগিরি শুরু করেন। ডাক্তারি পড়া আর ক্রিকেট খেলাই তাঁর ধ্যানজ্ঞান। বাইশগজ একেবারে তাঁর হাতের মুঠোয়। কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগেও খেলেন তিনি। আচমকা ঘটে ঘটে যাওয়া একটি ঘটনা তাঁর জীবন বদলে দেয়। গল্প বলছে, চিত্রনাট্য অনুসারে মৃত্যু হয় চিকিৎসকের। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই রীতিমতো গোয়েন্দা হয়ে ওঠেন ‘অরণ্য’ ওরফে জিতু। সঙ্গী তাঁর CID অফিসার জামাইবাবু সুদর্শন হালদার। অপ্রত্যাশিতভাবে একটি রহস্যে জড়িয়ে পড়াও বেশ মজাদার, জানিয়েছিলেন জীতু নিজেই। সিনেমায় তিনি ছাড়াও অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila),সুহোত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhay),লোকনাথ দে-র মতো আরও অনেকে। মোশন পোস্টারের সঙ্গে সিলভার স্ক্রিনের গল্পের কতটা মিল থাকবে তার জন্য আরও কিছুটা সময়ের অপেক্ষা।


 

Related articles

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...
Exit mobile version