২০২১-এর নির্বাচনের আগে আমরা বলেছিলাম খেলা হবে। সেই খেলা বাকি আছে। নন্দীগ্রামে বিজেপির দলদাস কেন্দ্রীয় বাহিনী, আর নির্বাচন কমিশন লোডশেডিং করে বিজেপিকে (BJP) জিতিয়েছিল। আগামী ২৫ মে আবার খেলা হবে। ২১-এর বদলা ২৫ তারিখ নেবেন তো! বুধবার, নন্দীগ্রামে দাঁড়িয়ে বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনের সভা থেকে নন্দীগ্রামের বিধায়ক দলবদলু শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) ধুয়ে দেন অভিষেক। তাঁকে ‘RAC বিধায়ক’ বলে মোক্ষম খোঁচা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একই সঙ্গে ভোটদানে বাধা দিলে মহিলাদের রান্নাঘরের হাত-খুন্তি নিয়েই প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন অভিষেক।
শুভেন্দুকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “তিন বছরে কী করেছেন শুভেন্দু? ১০০ দিনের কাজ বন্ধ করার পর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছেন। আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি। রাজ্য সরকার কেন্দ্রের বকেয়া টাকা দিয়েছে বাংলার গরিব মানুষকে।“
দলবদুল শুভেন্দুকে গদ্দার বলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রেক্ষিতে বিজেপি বিধায়কের দাবি, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়। এই কথারও এদিন জবাব দেন অভিষেক। বলেন, “শুভেন্দু অধিকারী ও পরিবার মেদিনীপুরকে ঢাল করে নামতে চায়। তুমি গদ্দার, মেদিনীপুরের মানুষ গদ্দার নয়।“
শুভেন্দু ভাড়া বাড়িতে তল্লাশি নিয়ে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “গতকাল এক জায়গায় পুলিশ গিয়েছিল তল্লাশিতে। আর উনি কেঁপে কেঁপে উঠছেন। আমার কপ্টারেও তো তল্লাশি হয়, আমি তো মিডিয়ায় বাইট দিতে যাইনি। উনি ভিডিওগ্রাফির দাবি করেছেন। এবার থেকে ইডি-সিবিআই গেলেও ভিডিওগ্রাফি করতে হবে।“
নন্দীগ্রামের সভা থেকে অভিষেকের ভবিষ্যদ্বাণী, কেন্দ্রে মোদি সরকারের মেয়াদ ৪ জুন পর্যন্ত। ভোটের ফলাফলেই জানা যাবে, কেন্দ্র থেকে বিজেপি বিদায় নিচ্ছে। জানান, দেবাংশুকে অন্তত ২লক্ষ ভোটের ব্যবধানে জেতাবেন তমলুকের মানুষ। একই সঙ্গে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন অভিষেক বলেন, অভিজিৎকে কটাক্ষ করে অভিষেক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামানা করছেন। মাথার দাম জানতে চাইছেন বিজেপি প্রার্থী। যিনি বাংলার নারীদের লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, কন্যাশ্রী দিয়েছেন, তাঁর দাম জানতে চাওয়া হচ্ছে। মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।’’