Sunday, August 24, 2025

দেড় ঘণ্টায় ৪৮ হাজার উড়িয়েছিল পুনের নাবালক গাড়িচালক! তদন্তে উঠে এল

Date:

দুর্ঘটনা ঘটানোর আগে মদ্যপান করেছিল পুনের নাবালক। সেই মদ্যপানের বিল হয়েছিল ৪৮ হাজার টাকা! নাগরিকদের প্রশ্ন তবে কীভাবে দুর্ঘটনার পরে তার শরীরে মদের নমুনা পাওয়া গেল না। যদিও এই দুর্ঘটনায় প্রভাবশালী তত্ত্ব উঠে আসার পরই নড়েচড়ে বসে শিন্ডে প্রশাসন। উপপ্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ ঘোষণা করেন পাব ও রেস্তোঁরায় বিশেষ নজরদারির নির্দেশ দেওয়ার কথা। এমনকি মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী হিসাবে পুলিশকে তদন্তের প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন।

বুধবার অভিযুক্ত নাবালকের বাবা প্রোমোটারকে আদালতের পেশের সময় বেশ খানিকটা অশান্তির পরিস্থিতি তৈরি হয় যখন প্রতিবাদী কিছু মানুষ প্রিজন ভ্যানের ভিতরই বিশালকে লক্ষ্য করে কালি ছোঁড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে পুলিশি তদন্তে উঠে আসে রাত ১০.৪০ নাগাদ পুনের কোসি বারে মদ্যপান করে অভিযুক্ত নাবালক ও তার সঙ্গীরা। সেখানেই ৪৮ হাজার টাকার বিল মেটায় সে। এরপর আবার হোটেল ব্ল্যাক ক্লাবে যায় তারা। মঙ্গলবারই দুটি বার পুলিশ ও আবগারি দফতর সিল করে দেয়। এই পাবগুলির বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে এরা এই নাবালক ছাড়াও অন্য নাবালকদের মদ বিক্রি করে কি না, তা জানতে। যদি সেই অভিযোগ প্রমাণিত হয় তবে এদের লাইসেন্স বাতিল করার পথে যাবে আবগারি দফতর।

অন্যদিকে যে পোরসে গাড়ি চালিয়ে দুজনকে হত্যা করে নাবালক, সেই গাড়িটির কোনও রেজিস্ট্রেশন নেই বলে জানায় প্রশাসন। ব্যবসায়ী নিজের ছেলেকে গাড়িটি উপহার দিয়েছিলেন কিন্তু রেজিস্ট্রেশন করাননি। বিশালকে বুধবার আদালতে পেশ করে পুনে ক্রাইম ব্রাঞ্চ। আদালত নাবালককে ২৫ বছর বয়স না হওয়া পর্যন্ত গাড়ি চালানোর লাইসেন্স দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

তবে এর পরেও কতটা বিচার পাবে দুই মৃতের পরিবার, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদিও পুলিশের দাবি, মদ্যপ অবস্থায় জেনেশুনে হত্যার ঘটনা ঘটনোর উপযুক্ত প্রমাণ তাঁদের কাছে রয়েছে। সেই সঙ্গে নাবালকের বাবা বিশালের আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। তবে এই ঘটনার পরে পাব ও রেস্তোঁরাগুলির উপর নজরদারি শুরু করেছে প্রশাসন। নিয়ম অনুযায়ী সময়ের বেশ খোলা রাখা, নাবালকদের মদ পরিবেশন, বা অন্যান্য বেনিয়ম সংক্রান্ত নজরদারি শুরু করা হয়েছে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version