Sunday, November 2, 2025

কেজরির অসুস্থ বাবা, মাকে হেনস্থার অভিযোগ! স্বাতীকাণ্ডে আপের পাল্টা চ্যালেঞ্জে চাপে দিল্লি পুলিশ

Date:

Share post:

স্বাতী মালিওয়াল (Swati Malliwal) ‘নিগ্রহকাণ্ডে’ শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালই (Aravind Kejriwal) নয়, এবার তাঁর বাবা মাকেও চূড়ান্ত হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। বৃহস্পতিবার স্বাতীকাণ্ডে কেজরীর বাবা-মায়ের বয়ান রেকর্ড করার কথা ছিল দিল্লি পুলিশের। কিন্তু দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে না।
বুধবারই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ডে কেজরির বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হবে বৃহস্পতিবার। তারপরেই ক্ষুব্ধ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, আগামিকাল দিল্লি পুলিশ বাড়িতে এসে আমার বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে। তবে বৃহস্পতিবার সকালে কেজরীর বাড়িতে যান আপের প্রথম সারির নেতারা। তারপরেই দলের তরফে দিল্লির মুখ্যমন্ত্রীর বাবা-মাকে নিগ্রহের অভিযোগ তোলা হয়। স্বাতীর অভিযোগ, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁকে শারীরিক নিগ্রহ করেন কেজরীর ব্যক্তিগত সচিব বিভব কুমার। আপ সাংসদের অভিযোগ, বিভব তাঁকে ৭-৮টি চড় এবং পেটে লাথি মারে। এরপরই ১৬ মে দিল্লি পুলিশের কাছে বৈভবের এফআইআর দায়ের করেন স্বাতী। এরপর ১৭ মে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারার অধীনে স্বাতী নিজের বয়ান নথিভুক্ত করেন। স্বাতীর অভিযোগ ও এইমসের মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ১৮ মে পুলিশ বিভবকে গ্রেফতার করে।
দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, স্বাতী নিগ্রহকাণ্ডের সময় কেজরিওয়ালের বাসভবনে তাঁর বাবা, মা উপস্থিত ছিলেন। তাই তদন্তের স্বার্থেই তাঁদেরও বয়ান নথিভুক্ত করা প্রয়োজন। আর সেকারণেই এদিন তোড়জোড় করলেও অরবিন্দ কেজরিওয়ালের পোস্টের পর সেই প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেল বলেই খবর।

spot_img

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...