Wednesday, August 20, 2025

কেজরির অসুস্থ বাবা, মাকে হেনস্থার অভিযোগ! স্বাতীকাণ্ডে আপের পাল্টা চ্যালেঞ্জে চাপে দিল্লি পুলিশ

Date:

Share post:

স্বাতী মালিওয়াল (Swati Malliwal) ‘নিগ্রহকাণ্ডে’ শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালই (Aravind Kejriwal) নয়, এবার তাঁর বাবা মাকেও চূড়ান্ত হেনস্থার অভিযোগ দিল্লি পুলিশের (Delhi Police) বিরুদ্ধে। বৃহস্পতিবার স্বাতীকাণ্ডে কেজরীর বাবা-মায়ের বয়ান রেকর্ড করার কথা ছিল দিল্লি পুলিশের। কিন্তু দিল্লি পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে না।
বুধবারই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল নিগ্রহকাণ্ডে কেজরির বাবা-মায়ের বয়ান রেকর্ড করা হবে বৃহস্পতিবার। তারপরেই ক্ষুব্ধ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, আগামিকাল দিল্লি পুলিশ বাড়িতে এসে আমার বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে। তবে বৃহস্পতিবার সকালে কেজরীর বাড়িতে যান আপের প্রথম সারির নেতারা। তারপরেই দলের তরফে দিল্লির মুখ্যমন্ত্রীর বাবা-মাকে নিগ্রহের অভিযোগ তোলা হয়। স্বাতীর অভিযোগ, গত ১৩ মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তিনি। সে সময়ই তাঁকে শারীরিক নিগ্রহ করেন কেজরীর ব্যক্তিগত সচিব বিভব কুমার। আপ সাংসদের অভিযোগ, বিভব তাঁকে ৭-৮টি চড় এবং পেটে লাথি মারে। এরপরই ১৬ মে দিল্লি পুলিশের কাছে বৈভবের এফআইআর দায়ের করেন স্বাতী। এরপর ১৭ মে ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারার অধীনে স্বাতী নিজের বয়ান নথিভুক্ত করেন। স্বাতীর অভিযোগ ও এইমসের মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে ১৮ মে পুলিশ বিভবকে গ্রেফতার করে।
দিল্লি পুলিশের একটি সূত্র জানাচ্ছে, স্বাতী নিগ্রহকাণ্ডের সময় কেজরিওয়ালের বাসভবনে তাঁর বাবা, মা উপস্থিত ছিলেন। তাই তদন্তের স্বার্থেই তাঁদেরও বয়ান নথিভুক্ত করা প্রয়োজন। আর সেকারণেই এদিন তোড়জোড় করলেও অরবিন্দ কেজরিওয়ালের পোস্টের পর সেই প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেল বলেই খবর।

spot_img

Related articles

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...