Friday, August 22, 2025

ভোট প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্ত যাচ্ছেন। বিভিন্ন জেলায় গিয়ে জনসভা করছেন, রোড শো করছেন। এদিন বৃহস্পতিবার তিনি মেগা রোড শো করেছেন দমদম লোকসভা কেন্দ্রে। বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি এসে পৌঁছন কামারহাটি পুরসভার রথতলার মোড়ে। সেখান থেকে শুরু হয় পদযাত্রা। দমদম লোকসভার প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভার উপ নির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি পদযাত্রা করেন। কামারহাটি পুরসভার সামনে থেকে সিঁথির মোড় পর্যন্ত তার পদযাত্রায় সামিল হয়েছিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক। তার সঙ্গে পদযাত্রায় পা মেলান বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ,সৌগত রায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই পদযাত্রায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মমতা রাজপথে নামা মানে হাজার হাজার মানুষের সমাগম। এদিন কার্যত বৃহস্পতিবারের বিকেলে জনস্রোতের সাক্ষী থাকল দমদম লোকসভার বরনগর, আর বিটি রোড। এদিন মমতার পদযাত্রায় ভিড় উপচে পড়েছিল। শহরের সব ওয়ার্ডের কর্মী সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। মমতার কর্মসূচি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। যুব আর মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও এদিন ময়দানে নামেন। এদিনের পদযাত্রায় পানিহাটি পুরসভা,কামারহাটি ও বরাহনগর পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকরা উৎসাহের সঙ্গে অংশ নেন। পদযাত্রা চলাকালীন বহু মানুষ নেত্রীকে শুভেচ্ছা জানান। মমতা তাদের সঙ্গে কথাও বলেন। অনেকেই নেত্রীর হাতে শুভেচ্ছা হিসাবে ফুলেরল স্তবক সতুলে দেন। এই পদযাত্রার পর তৃণমূল নেত্রী বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে সুদীপ বন্দোপাধ্যায়ের সমর্থনে সভায় অংশ নিতে রওনা হন।





Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version