Sunday, November 9, 2025

ভোটের আর মাত্র দু’দিন বাকি। পূর্ব মেদিনীপুরের দুই আসনে আজ, বৃহস্পতিবার প্রচারের শেষদিন। তবে ভোট যত এগিয়ে আসছে, জেলাজুড়ে সন্ত্রাসের ছবিটাও প্রকট হচ্ছে। কোথায় তৃণমূল নেতাকর্মীদের উপর হামলা তো কোথাও আদি-নব্য বিজেপির লড়াই। সবমিলিয়ে কাঁথি, তমলুকে জমি হারিয়ে প্রবল চাপে শুভেন্দু বাহিনী।

নন্দীগ্রামে ভোটের ৪৮ ঘণ্টা আগে গোষ্ঠীদ্বন্দ্বে প্রাণ হারিয়েছেন বিজেপির মহিলা কর্মী। আরও ৭ জন বিজেপি কর্মী গুরুতর যখন অবস্থায় ভর্তি হাসপাতালে। যা নিয়ে তপ্ত নন্দীগ্রাম। এরই মাঝে তমলুক লোকসভার অন্তর্গত ময়নায় আক্রান্ত বিজেপি কর্মী! নির্বাচনের দু’দিন আগেই বিজেপি কর্মী ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ দলেরই একাংশের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুরের ময়না থানার খিদিরপুরের গোলাপাতা গ্রামের ঘটনা। অভিযোগ গতকাল, বুধবার রাতে মধু রানা নামে এক বিজেপি কর্মী, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই হামলার জেরে গুরুতর জখম হয়েছেন তাঁরা। জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ একদল দুষ্কৃতী ভগবানপুর থেকে কেলেঘাই নদীর কাঠের ব্রিজ পেরিয়ে বাকচায় অস্ত্রশস্ত্র ঢোকাচ্ছিল। সেই সময় মধু রানা গোটা বিষয়টি দেখতে পেয়ে যায়। তারপর সে চিৎকার করতে থাকে। সেই কারণেই তাঁর উপর হামলা চালায় ওই দুষ্কৃতীরা। তাঁর মেয়ের উপর হাসুয়া দিয়ে হামলা চালানো হয়েছে। মারধর করা হয়েছে মধুর স্ত্রীকেও। যদিও এই হামলার বিজেপির অন্য একটি গোষ্ঠীর মদত রয়েছে বলে মনে করছেন আক্রান্তরা।


 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version