Thursday, December 18, 2025

ঘূর্ণিঝড়ের দোসর ভরা কোটাল! উত্তাল সাগর, দুর্যোগের প্রহর গুনছে বাংলা

Date:

Share post:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone Remal Update)। ফের তছনছ হওয়ার আশঙ্কা করছে সুন্দরবন! আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে, রবি ও সোমবার কলকাতায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হবার আশঙ্কা থাকছে। অতিবৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ২৬ মে মধ্যরাতে সাগরে আছড়ে পড়বে রিমাল সাইক্লোন (Remal Cyclone)। ঐদিন আবার ভরা কোটাল থাকায় আয়লার স্মৃতি ফেরার আশঙ্কা করছেন সাগরের মানুষ। যেসব জায়গায় বাঁধের অবস্থা খুব একটা ভাল নয় সেই সব জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে। কাঁচা বাঁধগুলি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সব ফ্লাড সেন্টারগুলি খুলে রাখার জন্য।

হাওয়া অফিস বলছে ঘণ্টায় প্রায় ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ। ল্যান্ডফলের সময় গতিবেগ প্রায় ১৩৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা থাকছে। কলকাতাসহ শহরতলির বিভিন্ন জেলায় প্রায় ৮০-৯০ কিমি বেগে ঝড় হবে। বাড়বে বৃষ্টির দাপট। সুন্দরবন এবং পূর্বমেদিনীপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রিমাল। শনি বা রবিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। সাগরের কাছাকাছি কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে।

 

এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সিকিম পাহাড়।তরাই ডুয়ার্সে হড়পা বান আসতে পারে। শুক্রবার রাতের দিকে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। পরে তা ৭০ কিমিতে যেতে পারে। ২৫ মের সকালে এই গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা থেকে বেড়ে ৮০ কিমি পর্যন্ত যেতে পারে। এরপর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ২৬ মের সকালে উত্তর বঙ্গোপসাগরে ১০০-১০০কিমি প্রতি ঘণ্টা হবে যা সর্বোচ্চ ১২০ কিমি পর্যন্ত বাড়বে। শনিবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়বে।


 

spot_img

Related articles

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...

প্রাধান্য পাবে মেক ইন বেঙ্গল, বাংলায় ১০০০০ মানুষের কর্মসংস্থানের আশ্বাস উমেশ চৌধুরীর

বৃহস্পতিবার ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে টিটাগড় রেল সিস্টেমের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর উমেশ চৌধুরী জানান,...

কয়েক মিনিটেই কোটিপতি, কার্তিকের সাফল্যের নেপথ্যে মা-বাবার আত্মত্যাগ ও কঠিন লড়াই

আইপিএলের মিনি নিলামে চমক দিয়েছেন বেশ কয়েকজন অনামী ভারতীয়। তারই মধ্যে অন্যতম কার্তিক শর্মা(Kartik Sharma)। আইপিএল নিমালে ১৪.২০...

টেলিভিশনের সম্প্রচারিত হবে না অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ঘোষণা অস্কার কমিটির 

দীর্ঘ সময় ধরে চলে আসা চেনা হলিউডি প্রথার অবসান। অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Oscar Award Ceremony) সম্প্রচারে এবার...