Sunday, August 24, 2025

ঘূর্ণিঝড়ের দোসর ভরা কোটাল! উত্তাল সাগর, দুর্যোগের প্রহর গুনছে বাংলা

Date:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় (Cyclone Remal Update)। ফের তছনছ হওয়ার আশঙ্কা করছে সুন্দরবন! আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather department)বলছে, রবি ও সোমবার কলকাতায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হবার আশঙ্কা থাকছে। অতিবৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ২৬ মে মধ্যরাতে সাগরে আছড়ে পড়বে রিমাল সাইক্লোন (Remal Cyclone)। ঐদিন আবার ভরা কোটাল থাকায় আয়লার স্মৃতি ফেরার আশঙ্কা করছেন সাগরের মানুষ। যেসব জায়গায় বাঁধের অবস্থা খুব একটা ভাল নয় সেই সব জায়গা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হয়েছে। কাঁচা বাঁধগুলি যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন সব ফ্লাড সেন্টারগুলি খুলে রাখার জন্য।

হাওয়া অফিস বলছে ঘণ্টায় প্রায় ১০০-১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ। ল্যান্ডফলের সময় গতিবেগ প্রায় ১৩৫ কিলোমিটার হওয়ার আশঙ্কা থাকছে। কলকাতাসহ শহরতলির বিভিন্ন জেলায় প্রায় ৮০-৯০ কিমি বেগে ঝড় হবে। বাড়বে বৃষ্টির দাপট। সুন্দরবন এবং পূর্বমেদিনীপুরের উপকূলবর্তী এলাকা গুলিতে ১১০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দুই ২৪ পরগনায় জারি করা হয়েছে ভারী বর্ষণের লাল সতর্কতা। কলকাতা সহ চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন প্রায় ঘূর্ণিঝড় আমফানের পথ ধরেই এগোবে ঘূর্ণিঝড় রিমাল। শনি বা রবিবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেটি। সাগরের কাছাকাছি কোনও জায়গা দিয়ে ভূভাগে প্রবেশ করবে।

 

এই গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। এই ঘূর্ণিঝড়ের জেরে ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং ও সিকিম পাহাড়।তরাই ডুয়ার্সে হড়পা বান আসতে পারে। শুক্রবার রাতের দিকে মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে। পরে তা ৭০ কিমিতে যেতে পারে। ২৫ মের সকালে এই গতিবেগ উত্তর বঙ্গোপসাগরে ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘণ্টা থেকে বেড়ে ৮০ কিমি পর্যন্ত যেতে পারে। এরপর এই ঝোড়ো হাওয়ার গতিবেগ ২৬ মের সকালে উত্তর বঙ্গোপসাগরে ১০০-১০০কিমি প্রতি ঘণ্টা হবে যা সর্বোচ্চ ১২০ কিমি পর্যন্ত বাড়বে। শনিবার থেকেই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি বাড়বে।


 

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...
Exit mobile version