Friday, January 9, 2026

থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল! ঘাটালে নগদ ২৪ লক্ষ সহ আটক বিজেপি নেতা

Date:

Share post:

ভোটের ঠিক ২৪ ঘণ্টা আগে লক্ষ লক্ষ নগদ টাকা সহ আটক এক বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর থেকে গাড়ি ও নগদ সহ আটক করা হয় ওই বিজেপি নেতাকে। জানা গিয়েছে ওই বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। দাসপুরের খাকুরদায় নাকা চেকিংয়ে কাছে পুলিশ হাতেনাতে ধরে ওই বিজেপি নেতাকে। তাঁর কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। একটি টাটা সুমো গাড়িতে করে ওই নগদ নিয়ে যাওয়া হচ্ছিল। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল কর্মী সমর্থকদের জন্য।

আগামিকাল রাজ্যে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ। এই পর্বে দুই মেদিনীপুরের চারটি কেন্দ্র ভোট গ্রহণ রয়েছে। যেখানে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। আবার এই আসনেগুলিতে কাঁথির অধিকারী পরিবারের সম্মানের লড়াই। তাই বিজেপি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে।

সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে এক ব্যক্তি। ধৃতের কাছে পাওয়া যায় নগদ ৭ লক্ষ টাকা। সঙ্গে বিজেপির পতাকা, পোলিং এজেন্সের ফর্ম-সহ আর বেশ কিছু নথি। প্রতিটি খামে দশ হাজার! ভোটের মুখে বুথে বুথে টাকা বিলির পরিকল্পনা থেকেই ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতের নাম ছিল ইন্দ্রজিৎ দাস। পুলিশের দাবি, জেরায় ইন্দ্রজিৎ জানিয়েছেন, কাঁথিতে বিজেপি পার্টি অফিস থেকে টাকা খেজুরিতে দলের বুথ সভাপতি ও কর্মীদের বিলি করতে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন- থাণের রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...