Saturday, January 10, 2026

১৫ দিন ট্রাফিক ব্লক! শনিবার থেকেই হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

Date:

Share post:

ফের একবার রেলের কাজের জন্য ট্রাফিক ব্লক (Traffic Block) হতে চলেছে হাওড়া ডিভিশনে (Howrah Division)। আজিমগঞ্জ-কাটোয়া সেকশনের খাগড়াঘাট এবং কর্ণসুবর্ণ স্টেশনের মধ্যে ডাউন লাইনে স্লিপার রিনিউ এবং ব্যালাস্ট প্যাকিং সহ ট্র্যাক রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় কাজ করতে চলেছে পূর্ব রেল। আর সেকারণেই বাতিল হতে পারে একাধিক ট্রেন‌।

মূলত ট্রেনের গতি বাড়ানো, সময়ানুবর্তিতা বজায় রাখা ও যাত্রীদের যাত্রাপথ আরও মসৃণ করতেই রক্ষণাবেক্ষণের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছে রেল। এই আপগ্রেডেশনের কাজকে আরও সহজ করার জন্য উল্লিখিত সেকশনে আগামীকাল অর্থাৎ শনিবার থেকে জুন মাসের ২৬ তারিখের মধ্যে ১৫ দিন ২৪০ মিনিট ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, লাইনের উন্নয়ন, ট্রেন পরিষেবায় নিরাপত্তা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ অত্যন্ত প্রয়োজনীয়৷ এই সময়ের মধ্যে, রক্ষণাবেক্ষণ কাজ নিরাপদভাবে সম্পন্ন করার জন্য একাধিক ট্রেন বাতিল থাকবে। যে দিনগুলিতে ট্রেন বাতিল থাকবে সেগুলি হল চলতি মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ এবং আগামী মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখ। তবে রেল মনে করছে এই ট্রাফিক ব্লকের কারণে যাত্রীদের সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হতে হলেও দীর্ঘমেয়াদি দিক থেকে এটি ভীষই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে এই সময়কালে যাত্রীদের সহযোগিতার আবেদন জানান হয়েছে রেলের পক্ষ থেকে। তবে শুধুমাত্র হাওড়া ডিভিশনেই নয়, সাম্প্রতিক অতীতে শিয়ালদহ ডিভিশনেও এই ধরনের ট্রাফিক ব্লকের ঘটনা ঘটেছে।

সম্প্রতি ২০ দিনের ট্রাফিক ব্লক ছিল শিয়ালদহ ডিভিশনে। দমদম জংশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য একটানা ২০ দিনে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। সেক্ষেত্রে ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলে ওই ট্রাফিক ব্লক। এর ফলে একদিকে বেশকিছু ট্রেন যেমন বাতিল করা হয়, তেমনই সংক্ষিপ্ত করে দেওয়া হয় বহু ট্রেনের যাত্রাপথও।

spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...