Tuesday, November 4, 2025

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ৯ মাস পর অবশেষে শাস্তি অভিযুক্তদের

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ব়্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় অবশেষে শাস্তি পেলেন ৩৮ জন অভিযুক্ত। ঘটনার ৯ মাস পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বর মাসের শুরুতেই অ্যান্টি র‌্যাগিং কমিটিতে শাস্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। এবার তাতে শিলমোহর পড়লো। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব প্রাপ্ত ভাস্কর গুপ্তর (Bhaskar Gupta) উপস্থিতিতে কর্মসমিতির বৈঠক হয়। সেখানেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানানো হয়।

 

অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের (Anti Ragging Squad) সুপারিশ অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সত্যব্রত রায়, মহম্মদ আরিফ, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে পাকাপাকিভাবে বহিষ্কার করা হবে। আরও ৫ অভিযুক্ত ছাত্রকে ৪টি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। বাকি ২৫ জনকে ৬ মাসের জন্য সাসপেনশন নেওয়া হয়েছে। এরা কেউই আর হোস্টেলে থাকতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর প্রাক্তন চেয়ারম্যান অরিত্র মজুমদারকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার পাশাপাশি ফেলোশিপ বাতিলও করা হতে পারে। অভিযুক্ত রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। সৈকত শিট ও গৌরব দাসের আজীবন ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে।


 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version