আগামিকাল আইপিএল ফাইনালে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? ম্যাচ ভেস্তে গেলে থাকছে রির্জাভ ডে?

চেন্নাইয়ের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে।

আগামিকাল আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব পড়েছে চেন্নাইয়ে। যার ফলে ম্যাচের আগের দিন বৃষ্টির কারণে বাতিল হল কেকেআর-এর অনুশীলন। এখন প্রশ্ন হল তবে কি ম্যাচের দিনও হবে বৃষ্টি? আর বৃষ্টি হলে কী হবে ম্যাচের ভবিষৎ ? থাকছে কি রির্জাভ ডে?

চেন্নাইয়ের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রেমালের সরাসরি প্রভাব পড়ার খবর নেই চেন্নাইতে। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মাত্র এক শতাংশ। তবে ফাইনালের দিন মেঘাচ্ছন্ন থাকবে চেন্নাইয়ের আকাশ। তবে বৃষ্টির কথা মাথায় রেখে আইপিএল কর্তৃপক্ষ ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে। রবিবার একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সোমবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে কেকেআর-হায়দরাবাদ। আইপিএল নিয়ম অনুযায়ী, ২৬ মে রবিবারই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত ১২০ মিনিট বা ২ ঘণ্টা সময় আগে থেকেই বরাদ্দ করেছেন বিসিসিআই কর্তারা। সবরকম ভাবে চেষ্টা করা হবে রবিবার ফাইনাল শেষ করার। ওভার সংখ্যা কমিয়ে হলেও ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে। একান্তই খেলা আয়োজন সম্ভব না হলে বা খেলা শেষ করা না গেলে, ফাইনাল হবে সোমবার।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ কি হবেন গম্ভীর? নির্ভর করছে শাহরুখের ওপর

Previous articleধেয়ে আসছে ‘রেমাল’, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, বিশেষ ব্যবস্থা KMC-র
Next articleক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়! এক নজরে রেমালের গতিবিধি