Thursday, August 21, 2025

যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই ‘মৃত্যুপুরী’ চারধাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

চারধাম (Chardham) যাত্রা শুরু হলেও চলতি বছরে যেন খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। এবার যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যেই ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে সবচেয়ে বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে কেদারনাথে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে কেদারনাথে (Kedarnath) মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে বেশিরভাগ পুণ্যার্থীদের হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে মোট ৫২ পুণ্যার্থীর মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে শুধু কেদারনাথই নয় বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্বাভাবিকভাবেই যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে রেকর্ড পুণ্যার্থীর মৃত্যু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকের মতে, চারধাম যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেশিরভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কেদারনাথ ছাড়াও এই ক’দিনে বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে প্রশাসনের সাফাই, চারধাম যাত্রায় যেসমস্ত পুণ্যার্থীরা আসছেন তাঁদের নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু খতিয়ে দেখার পরই এই যাত্রায় ছাড় দেওয়া হচ্ছে।

কিন্তু মেডিক্যাল পরীক্ষার সময় পুণ্যার্থীদের যদি কোনওরকম সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে এই যাত্রায় না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে স্থানীয় প্রশাসন যদি সবরকম ব্যবস্থা সঠিকভাবে মেনে চলার কথা বলেন তাহলে কীভাবে এত পুণ্যার্থীর মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে চলতি বছর চারধাম যাত্রার শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যাক পুণ্যার্থী এসে পড়ায় একাধিক সমস্যা তৈরি হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে চারধাম দর্শনের নির্ধারিত সময়ের আগেই যেসব পুণ্যার্থীরা সেখানে হাজির হয়েছিলেন তাঁদের আটকে দেওয়া হয় বলে খবর। পাশাপাশি এমন অনেক পুণ্যার্থী রয়েছেন যাঁরা এই যাত্রায় নাম নথিভুক্ত করাননি, তাঁদের চিহ্নিত করে পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...