Friday, December 5, 2025

যাত্রা শুরুর কয়েকদিনের মধ্যেই ‘মৃত্যুপুরী’ চারধাম! হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়ছে পুণ্যার্থী মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

চারধাম (Chardham) যাত্রা শুরু হলেও চলতি বছরে যেন খারাপ সময় কিছুতেই পিছু ছাড়ছে না। এবার যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যেই ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। তবে সবচেয়ে বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছে কেদারনাথে। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যে কেদারনাথে (Kedarnath) মৃত্যু হয়েছে ২৭ জনের। তবে বেশিরভাগ পুণ্যার্থীদের হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু হয়েছে বলে খবর। এদিকে মোট ৫২ পুণ্যার্থীর মধ্যে ৪০ জনের বয়স পঞ্চাশোর্ধ বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। তবে শুধু কেদারনাথই নয় বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে স্বাভাবিকভাবেই যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে রেকর্ড পুণ্যার্থীর মৃত্যু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

তবে স্থানীয় প্রশাসনের এক আধিকারিকের মতে, চারধাম যাত্রা শুরুর ১৬ দিনের মধ্যে ৫২ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। বেশিরভাগের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। কেদারনাথ ছাড়াও এই ক’দিনে বদ্রীনাথে ১৪, যমুনোত্রীতে ১২ ও গঙ্গোত্রীতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে প্রশাসনের সাফাই, চারধাম যাত্রায় যেসমস্ত পুণ্যার্থীরা আসছেন তাঁদের নিয়মিত স্ক্রিনিং করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে রেজিস্ট্রেশন সব কিছু খতিয়ে দেখার পরই এই যাত্রায় ছাড় দেওয়া হচ্ছে।

কিন্তু মেডিক্যাল পরীক্ষার সময় পুণ্যার্থীদের যদি কোনওরকম সমস্যা ধরা পড়ে, সেক্ষেত্রে এই যাত্রায় না যাওয়ারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। তবে স্থানীয় প্রশাসন যদি সবরকম ব্যবস্থা সঠিকভাবে মেনে চলার কথা বলেন তাহলে কীভাবে এত পুণ্যার্থীর মৃত্যু হল তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে চলতি বছর চারধাম যাত্রার শুরুতে একসঙ্গে বিপুল সংখ্যাক পুণ্যার্থী এসে পড়ায় একাধিক সমস্যা তৈরি হয়। কিন্তু সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে চারধাম দর্শনের নির্ধারিত সময়ের আগেই যেসব পুণ্যার্থীরা সেখানে হাজির হয়েছিলেন তাঁদের আটকে দেওয়া হয় বলে খবর। পাশাপাশি এমন অনেক পুণ্যার্থী রয়েছেন যাঁরা এই যাত্রায় নাম নথিভুক্ত করাননি, তাঁদের চিহ্নিত করে পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

spot_img

Related articles

চলে গেলেন ভারতের কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী , সিমোনে টাটার মৃত্যুতে শোকের ছায়া শিল্পমহলে

প্রয়াত ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা (Simone Tata)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach...

খেলা শুরুর আগেই লাল কার্ড, সুপার কাপে তুমুল বিতর্ক! নিয়ম কী বলছে?

খেলা শুরুর আগেই লাল কার্ড! ভারতীয় ফুটবলে অদ্ভুত ঘটনা। সুপার কাপ সেমিফাইনালে গোয়া অধিনায়ক গুরোক্সেনার লাল কার্ড(Red Card)...

ক্যানিংয়ে স্ত্রীর হাত-পা বেঁধে গলায় বেল্ট দিয়ে ঝুলিয়ে মার! পলাতক অভিযুক্ত

স্বামীর হাতে নৃশংস নির্যাতনের শিকার ক্যানিংয়ের (Canning) গৃহবধূ। শ্বশুরবাড়ির লোকেরা অন্তঃসত্ত্বার চুলও কেটে দেয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে...

ডিমের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স নজরদারি, কড়া পদক্ষেপের পথে রাজ্য

  রাজ্যে ডিমের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় (Egg  Price increased)পরিস্থিতি মোকাবিলায় কড়া নজরদারির পথে হাঁটল রাজ্য সরকার (Govt of...