Friday, May 23, 2025

ধেয়ে আসছে রেমাল, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত পুরসভা

Date:

Share post:

দ্রুত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ২০২০ সালে করোনা আবহে কলকাতায় আমফান তাণ্ডবের স্মৃতি এখনও টাটকা। তাই এবার আগেভাগেই প্রস্তুতি সেরেছে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম ও পুর-কমিশনার ধবল জৈন দিয়েছেন বিশেষ নির্দেশ। শনিবার পুর-কমিশনার ভিডিও কনফারেন্সে বোরোভিত্তিক বৈঠক করে গাছ কাটার মেশিন থেকে শুরু করে, জেসিবি, পাম্প-সহ একাধিক বিষয়ে দ্বিগুণ বা তিনগুণ বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন। সিইএসসিও থানাভিত্তিকভাবে পুরসভার জন্য বিশেষ দল মোতায়েন করেছে। কোনও এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিলে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি আয়ত্তে আনার ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়াও শহরজুড়ে অতিরিক্ত ৩৫০টি পাম্প তৈরি রাখা হয়েছে। বরো এগজিকিউটিভদের সঙ্গে নিকাশি বিভাগের সমন্বয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুর-কমিশনার। বৃষ্টি চলাকালীন একাধিক এলাকায় ম্যানহোল খুলে জল নামানোর চেষ্টা চলবে। চারটি স্থায়ী পাম্পিং স্টেশন এবং সমস্ত পকেট লগ খোলা থাকবে ২৪ ঘন্টা। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য দু’দিন পাম্পিং স্টেশন ও পকেট লগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার উচ্চপদস্থ অফিসাররাও। এছাড়াও জল নামাতে ১৮৬টি পোর্টেবল পাম্প কাজে লাগাচ্ছে নিকাশি বিভাগ। প্রতিটা লক গেটের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে বলে খবর পুরসভা সূত্রে। বাড়তি সতর্কতায় নজরদারি চালানো হচ্ছে পুরসভার কন্ট্রোলরুম থেকে। সম্পূর্ণ ডিজিটালভাবে তৈরি এই কন্ট্রোলরুমে রয়েছে অনলাইনে কলকাতা শহরকে দেখার ব্যবস্থা।

আরও পড়ুন- ঢোক গিলে কমিশনের তথ্যপ্রকাশ: কেন্দ্রে ‘হাওয়া’ বদলের ইঙ্গিত, দাবি সিপিআইএমের

 

spot_img

Related articles

উত্তরপ্রদেশে ঝড়বৃষ্টি-বজ্রপাতে মৃত ৪৫, জারি সতর্কতা

মর্মান্তিক! প্রাকৃতিক দুর্যোগ বহু মানুষের প্রাণ কাড়ল উত্তরপ্রদেশে(Uttar Pradesh)। ঝড়বৃষ্টি এবং বজ্রপাতে(Thunderstorm) ২৪ ঘণ্টায় মৃত্যু হল ৪৫ জনের।...

ইংল্যান্ড সফরের আগে বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানালেন জসপ্রীত বুমরাহ

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার আগেই জসপ্রীত বুমরাকে(Jasprit Bumrah) নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ইংল্যান্ডের(England) বিরুদ্ধে সবকটি ম্যাচে খেলতে পারবেন...

মস্কোর আকাশে ইউক্রেনের ড্রোন হামলা! বিপাকে ভারতের প্রতিনিধি দল

নিজের দেশের উপর জঙ্গি কার্যকলাপ থামাতে গিয়ে অন্য দেশের নিরন্তর অশান্তির মুখে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। যুদ্ধবিধ্বস্ত রাশিয়ায়...

সংরক্ষণ নিয়ে কলকাতা হাই কোর্টের রায়ে কলেজে ভর্তিতে আশার আলো

এখনও সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন ওবিসি মামলা। ফলে বাংলার কলেজগুলিতে ভর্তির বিষয়টিও ঝুলে রয়েছে। এরমধ্যে এই মামলায়...