Friday, November 28, 2025

ধেয়ে আসছে রেমাল, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত পুরসভা

Date:

Share post:

দ্রুত ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ২০২০ সালে করোনা আবহে কলকাতায় আমফান তাণ্ডবের স্মৃতি এখনও টাটকা। তাই এবার আগেভাগেই প্রস্তুতি সেরেছে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম ও পুর-কমিশনার ধবল জৈন দিয়েছেন বিশেষ নির্দেশ। শনিবার পুর-কমিশনার ভিডিও কনফারেন্সে বোরোভিত্তিক বৈঠক করে গাছ কাটার মেশিন থেকে শুরু করে, জেসিবি, পাম্প-সহ একাধিক বিষয়ে দ্বিগুণ বা তিনগুণ বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন। সিইএসসিও থানাভিত্তিকভাবে পুরসভার জন্য বিশেষ দল মোতায়েন করেছে। কোনও এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি দেখা দিলে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি আয়ত্তে আনার ব্যবস্থাও করা হয়েছে।

এছাড়াও শহরজুড়ে অতিরিক্ত ৩৫০টি পাম্প তৈরি রাখা হয়েছে। বরো এগজিকিউটিভদের সঙ্গে নিকাশি বিভাগের সমন্বয়ে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন পুর-কমিশনার। বৃষ্টি চলাকালীন একাধিক এলাকায় ম্যানহোল খুলে জল নামানোর চেষ্টা চলবে। চারটি স্থায়ী পাম্পিং স্টেশন এবং সমস্ত পকেট লগ খোলা থাকবে ২৪ ঘন্টা। দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য দু’দিন পাম্পিং স্টেশন ও পকেট লগের কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার উচ্চপদস্থ অফিসাররাও। এছাড়াও জল নামাতে ১৮৬টি পোর্টেবল পাম্প কাজে লাগাচ্ছে নিকাশি বিভাগ। প্রতিটা লক গেটের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবেলা বাহিনীর সঙ্গেও কথা হয়েছে বলে খবর পুরসভা সূত্রে। বাড়তি সতর্কতায় নজরদারি চালানো হচ্ছে পুরসভার কন্ট্রোলরুম থেকে। সম্পূর্ণ ডিজিটালভাবে তৈরি এই কন্ট্রোলরুমে রয়েছে অনলাইনে কলকাতা শহরকে দেখার ব্যবস্থা।

আরও পড়ুন- ঢোক গিলে কমিশনের তথ্যপ্রকাশ: কেন্দ্রে ‘হাওয়া’ বদলের ইঙ্গিত, দাবি সিপিআইএমের

 

spot_img

Related articles

Weather Update: ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ে বঙ্গে বাড়ল উষ্ণতা!

একটা ঘূর্ণিঝড় যেতে না যেতেই আর একটা ঘূর্ণিঝড়ের (cyclonic formation) উৎপত্তি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ব্যাক টু ব্যাক ঘূর্ণিঝড়ের...

বেড়াতে গিয়ে সিনেমার মতো চুপিচুপি বিয়ে তনুশ্রীর 

রেড রক ক্যানিয়নকে সাক্ষী রেখে স্বপ্নের লাস ভেগাসে সিনেমার স্টাইলে বিয়ে টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (Tanusree Chakraborty)। ব্যাকগ্রাউন্ডে...

বিজেপি রাজ্যে সার সংগ্রহ করতে গিয়ে মৃত্যু প্রৌঢ়ার, কাঠগড়ায় সরকারি বিলিবণ্টন ব্যবস্থা

সরকারি কেন্দ্রে সারের অপেক্ষায় একটানা দুদিন ধরে লাইনে দাঁড়িয়ে। তবু ডাক এল না, কিন্তু প্রাণ চলে গেল। বিজেপি...

সোশ্যাল মিডিয়ায় ডোনার ‘বডি শেমিং’, পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly)সোশ্যাল মিডিয়ায় কদর্য ভাষায় আক্রমণের পাশাপাশি বডি শেমিংয়ের অভিযোগ! অনলাইনে হেনস্থার প্রতিবাদে পুলিশের...