শান্তনু ঠাকুরের অনৈতিক কাজের প্রতিবাদে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে মমতাবালা-কন্যা

জোর করে প্রয়াত বড়মার ঘরে তালা-সহ বিজেপির (BJP) বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। ১২ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে (Hospital) ভর্তি করা হল তাঁকে।শান্তনু ঠাকুর অন্যায় ভাবে তাঁদের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। একইসঙ্গে আদালতের নির্দেশ অমান্য করে প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে রেখেছেন। এইসব অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়েই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করেন মধুপর্ণা। ১২ দিন অনশনের পর শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যান রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। জানান, শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। এদন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ মতো আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কি না তা ঠিক করবেন বলে জানান মমতাবালা। জানান, আইনের প্রতি আস্থা রয়েছে। ২৯ তারিখ আদালতে শুনানি রয়েছে। আশা ন্যায় বিচার পাবেন।

৭ এপ্রিল মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেইদিন বড়মার ঘরের তালা ভেঙে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। তার পর থেকে সেই ঘর তালাবন্ধ। ওই বাড়ির একটি ঘরে থাকতেন মমতা ঠাকুর। তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ফলে মমতা ঠাকুর ও তাঁর পরিবার নিদারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। এখন এই শারীরিক পরিস্থিতিতে তিনি অনশন চালিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার।






Previous articleটিম ইন্ডিয়ার কোচ কি হবেন গম্ভীর? নির্ভর করছে শাহরুখের ওপর
Next articleডায়মন্ড হারবারে ‘ঘরের ছেলে’ অভিষেকের রোড শো-এ জনজোয়ার