Wednesday, November 5, 2025

শান্তনু ঠাকুরের অনৈতিক কাজের প্রতিবাদে অনশন, অসুস্থ হয়ে হাসপাতালে মমতাবালা-কন্যা

Date:

জোর করে প্রয়াত বড়মার ঘরে তালা-সহ বিজেপির (BJP) বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। ১২ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে (Hospital) ভর্তি করা হল তাঁকে।শান্তনু ঠাকুর অন্যায় ভাবে তাঁদের পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করেছেন। একইসঙ্গে আদালতের নির্দেশ অমান্য করে প্রয়াত বড়মা বীণাপানি দেবীর ঘরে তালা লাগিয়ে রেখেছেন। এইসব অনৈতিক কাজের প্রতিবাদ জানিয়েই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমরণ অনশন শুরু করেন মধুপর্ণা। ১২ দিন অনশনের পর শনিবার দুপুরে তাঁকে হাসপাতালে নিয়ে যান রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। জানান, শুক্রবার রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন মধুপর্ণা। এদন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকের পরামর্শ মতো আগামী দিনে মেয়েকে অনশন চালাতে দেবেন কি না তা ঠিক করবেন বলে জানান মমতাবালা। জানান, আইনের প্রতি আস্থা রয়েছে। ২৯ তারিখ আদালতে শুনানি রয়েছে। আশা ন্যায় বিচার পাবেন।

৭ এপ্রিল মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেইদিন বড়মার ঘরের তালা ভেঙে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। তার পর থেকে সেই ঘর তালাবন্ধ। ওই বাড়ির একটি ঘরে থাকতেন মমতা ঠাকুর। তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ফলে মমতা ঠাকুর ও তাঁর পরিবার নিদারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। এখন এই শারীরিক পরিস্থিতিতে তিনি অনশন চালিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার।






Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version