Saturday, November 8, 2025

বাড়ি দক্ষিণ কলকাতায় হলেও, এখন ডায়মন্ড হারবারের ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যে কোনও দরকারে এলাকার সাংসদকে পাশে পান স্থানীয়রা। ষষ্ঠদফার ভোটগ্রহণ শেষ। ১ জুন সপ্তম দফাতে ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে। শনিবার, বজবজের চড়িয়াল থেকে পূজালি পুরসভা রোড শো করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর প্রত্যাশা মতো জনজোয়ার ডায়মন্ড হারবারের রাস্তায়।

আবেগে ভেসে এদিন সন্ধেয় চড়িয়াল থেকে পূজালি পুরসভা হুড খোলা গাড়িতে রোড শো করেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ব়্যালিতে বজবজের রাস্তা মহানগরীর রাস্তার রূপ নেয়। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। তাঁদের হাতে প্ল্যাকার্ডে লেখা, “We Love AB”। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন অভিষেক। হুড খোলা গাড়ি থেকে গোলাপের পাঁপড়ি উড়িয়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে জনতা। রাস্তার পাশাপাশি স্থানীয় সাংসদকে দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ভিড় জমান উৎসাহী মানুষ।

লোসকভা নির্বাচনের আগে থেকেই বাংলাজুড়ে সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলার মানুষকে নাজেহাল করে ৭ দফায় ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ফলে প্রায় ৩ মাস ধরে দলীয় প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ জনসভা, রোড শো করছেন অভিষেক। শেষ দফায় ভোট তাঁর নিজের কেন্দ্রে। তিনি আগেই জানিয়েছিলেন, আগামী ৭দিন থাকবেন দক্ষিণ চব্বিশ পরগনাতেই। এদিন অভিষেক ম্যাজিকে জনজোয়ার বজবজের রাস্তায়।






Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version