জোর করে প্রয়াত বড়মার ঘরে তালা-সহ বিজেপির (BJP) বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন মমতাবালা ঠাকুরের (Mamatabala Thakur) ছোট কন্যা মধুপর্ণা ঠাকুর। ১২ দিনের মাথায় অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি হাসপাতালে (Hospital) ভর্তি করা হল তাঁকে।
৭ এপ্রিল মতুয়া ধর্মের মহামেলা চলাকালীন প্রয়াত বীণাপাণি ঠাকুরের ঘরের দখল ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। সেইদিন বড়মার ঘরের তালা ভেঙে তালা দিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ঘনিষ্ঠ অনুগামীরা। তার পর থেকে সেই ঘর তালাবন্ধ। ওই বাড়ির একটি ঘরে থাকতেন মমতা ঠাকুর। তিনিও সেই ঘরে ঢুকতে পারছেন না। ফলে মমতা ঠাকুর ও তাঁর পরিবার নিদারুণ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘরে ঢোকার দাবিতে ১২ দিন আগে অনশন শুরু করেছিলেন মমতাবালা-কন্যা মধুপর্ণা ঠাকুর। এখন এই শারীরিক পরিস্থিতিতে তিনি অনশন চালিয়ে যেতে পারেন কি না সেটাই দেখার।