Thursday, August 21, 2025

 শেষ দফা ভোটের আগে কাকলির সমর্থনে পদযাত্রা মমতার, জনস্রোতে ভাসল বারাসত  

Date:

শনিবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) ষষ্ঠ দফার ভোটগ্রহণ (Voting)। তার মধ্যেই অন্যান্য দফার জন্য চলছে জোরকদমে চলছে প্রচার। আগামী ১ জুন শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। তার আগে শনিবার, বারাসত (Barasat) লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) সমর্থনে বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এদিন মমতার যাত্রা ঘিরে জনস্রোতে ভাসল বারাসত শহর।

এদিন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসতের বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করেন। তৃণমূল সুপ্রিমো পথে নামা মানেই প্রচুর মানুষের সমাগম। শনিবারও সেই জনপ্লাবনের সাক্ষী থাকল বারাসত শহর। এদিনের পদযাত্রায় ভিড় উপচে ভিড়। এদিন মমতার সঙ্গে প্রার্থী কাকলি ছাড়াও পা মেলাতে দেখা যায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়-সহ বিশিষ্টরা। তবে এদিন শহরের সব ওয়ার্ডের কর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। আগামী ১ জুন বাংলা তথা দেশে শেষ দফার নির্বাচন। সেদিন বাংলার ৯ কেন্দ্রে ভোটাভুটি হবে। তার মধ্যে বারাসত লোকসভা কেন্দ্রও রয়েছে। বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সল্টলেক। আর সেকারণেই এদিন দলের নেতা মন্ত্রীদের মমতার পাশে হাঁটতে দেখা যায়।

পাশাপাশি শনিবার জনজোয়ারে ভাসেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে একঝলক দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। একবার তাঁকে ছুঁয়ে দেখার চেষ্টায় হাত বাড়ান অনেকেই। বেশিরভাগ মানুষকেই নিরাশ করেননি মমতা। শিশুদের খুব ভালবাসেন মমতা। ভিড়ের মধ্যেও এক খুদে আদর করেন তিনি। জনস্রোত বলে দিল বারাসতেও মমতা-ম্যাজিক অক্ষুন্ন।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version