Thursday, November 6, 2025

 শেষ দফা ভোটের আগে কাকলির সমর্থনে পদযাত্রা মমতার, জনস্রোতে ভাসল বারাসত  

Date:

শনিবার লোকসভা নির্বাচনের (Loksabha Election) ষষ্ঠ দফার ভোটগ্রহণ (Voting)। তার মধ্যেই অন্যান্য দফার জন্য চলছে জোরকদমে চলছে প্রচার। আগামী ১ জুন শেষ অর্থাৎ সপ্তম দফার নির্বাচন। তার আগে শনিবার, বারাসত (Barasat) লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) সমর্থনে বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এদিন মমতার যাত্রা ঘিরে জনস্রোতে ভাসল বারাসত শহর।

এদিন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসতের বি.এফ অ্যান্ড সি.এফ গ্রাউন্ড থেকে ই.এম বাইপাস পর্যন্ত পদযাত্রা করেন। তৃণমূল সুপ্রিমো পথে নামা মানেই প্রচুর মানুষের সমাগম। শনিবারও সেই জনপ্লাবনের সাক্ষী থাকল বারাসত শহর। এদিনের পদযাত্রায় ভিড় উপচে ভিড়। এদিন মমতার সঙ্গে প্রার্থী কাকলি ছাড়াও পা মেলাতে দেখা যায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু, বিধাননগর পুর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্ত, রাজারহাট নিউটাউনের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়-সহ বিশিষ্টরা। তবে এদিন শহরের সব ওয়ার্ডের কর্মী-সমর্থকরা এই পদযাত্রায় অংশ নেন। আগামী ১ জুন বাংলা তথা দেশে শেষ দফার নির্বাচন। সেদিন বাংলার ৯ কেন্দ্রে ভোটাভুটি হবে। তার মধ্যে বারাসত লোকসভা কেন্দ্রও রয়েছে। বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে সল্টলেক। আর সেকারণেই এদিন দলের নেতা মন্ত্রীদের মমতার পাশে হাঁটতে দেখা যায়।

পাশাপাশি শনিবার জনজোয়ারে ভাসেন তৃণমূল সুপ্রিমো। তাঁকে একঝলক দেখতে রাস্তায় মানুষের ঢল নামে। একবার তাঁকে ছুঁয়ে দেখার চেষ্টায় হাত বাড়ান অনেকেই। বেশিরভাগ মানুষকেই নিরাশ করেননি মমতা। শিশুদের খুব ভালবাসেন মমতা। ভিড়ের মধ্যেও এক খুদে আদর করেন তিনি। জনস্রোত বলে দিল বারাসতেও মমতা-ম্যাজিক অক্ষুন্ন।

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version