আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল, তান্ডব চলবে চার ঘণ্টা!পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল ছুঁয়ে আছড়ে পড়তে শুরু করল ঘূর্ণিঝড় রেমাল। গোটা প্রক্রিয়া চলবে চার ঘণ্টা ধরে। নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই সেই দিকে সজাগ দৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় সতর্কতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী। তিনি লেখেন, “ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আজ এবং সবসময় আমরা আপনাদের পাশে রয়েছি। এই ঝড়ও কাটিয়ে উঠব।”
বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৩৫ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে।
রেমালের দাপটে বকখালিতে বিভিন্ন জায়গায় গাছ পড়েছে। পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ,হিয্গল গঞ্জে,ইত্যাাদি জায়গায় ঝড় আরম্ভ হয়েছে, গাছ পড়েছে বিভিন্ন জায়গায়। রবিবার রাতে ১১ টায় বিদ্যুৎ ভবনের কন্ট্রোল রুমে উপস্থিত থাকবেন বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।
প্রতি ঘণ্টায় আরও ৩ কিলোমিটার গতি বাড়াল রেমাল। ১৬ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে স্থলভাগের দিকে। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্রের মধ্যেই এর সর্বোচ্চ গতিবেগ ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছেছে। এই গতিবেগেই স্থলভাগে আছড়ে পড়বে রেমাল।