দিল্লির বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ড! মৃত ৩, দমকলের ৫ ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে  

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লিতে (Delhi)! সূত্রের খবর, শনিবার মধ্যরাতে রাতে পূর্ব দিল্লির কৃষ্ণনগরের একটি পাঁচ তলা আবাসনে আচমকাই আগুন লেগে যায়। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে তিন জনের। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম প্রমীলা শাদ(৬৬), কেশব শর্মা (১৮) এবং অঞ্জু শর্মা (৩৪)। আবাসনের দ্বিতীয় তল তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে দমকল সূত্রে খবর, শনিবার রাত ২টো ৩৫ মিনিট নাগাদ তাঁদের কাছে একটি ফোন আসে। জানানো হয়, কৃষ্ণনগরে একটি সরকারি ব্যাঙ্কের কাছে এক বহুতলে আগুন লেগেছে। শনিবার রাতভর প্রচেষ্টার পর রবিবার সকাল ৭টা নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন।

প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন ওই বহুতলের এক তলায় ১১টি গাড়ি রাখা ছিল। সেগুলি পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীরা জানিয়েছেন, এদিন বহুতলের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তল কাল ধোঁয়ায় ভরে যায়। ইতিমধ্যে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে এক জনের অবস্থা সঙ্কটজনক।


Previous articleসাগর থেকে মাত্র ১৬০ কিমি দূরে রেমাল, গতিপথ কী বদলালো?
Next articleরেমাল মোকাবিলায় সতর্ক প্রশাসন! বাংলায় মোতায়েন NDRF-র ১৪ টিম