Tuesday, December 16, 2025

কান-এ সম্মানিত আরও এক ললনা, গ্রাঁ প্রি পুরস্কার ‘প্রতিবাদী’ পায়েলের

Date:

Share post:

কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে (Cannes) ভারতের মহিলাদের জয় জয়কার এবছর। উৎসবের দ্বিতীয় শ্রেষ্ঠ সম্মান গ্রাঁ প্রি (Grand Prix) জিতে নিলেন পায়েল কাপাডিয়া (Payal Kapadia)। কান-এর মঞ্চ থেকে তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ (All We Imagine as Light) জিতে নিল উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান।

২০২১-এর কান-এর মঞ্চ থেকে গোল্ডেন আই পুরস্কার জিতেছিলেন ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (FTII) থেকে পরিচালনা নিয়ে পাশ করা পরিচালক। এমনকি ২০১৭ সালে তাঁর ১৩ মিনিটের চলচ্চিত্র ‘আফটারনুন ক্লাউডস’ (Afternoon Clouds) কান-এর মঞ্চে জায়গা পাওয়া একমাত্র চলচ্চিত্র ছিল। ২০২৪ কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে প্রদর্শিত হয় পায়েল কাপাডিয়ার রচনা ও নির্দেশনার ফিচার ফিল্ম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। এফটিআইআই-এ পড়াকালীন ২০১৫ সালে চেয়ারম্যান হিসাবে গজেন্দ্র চৌহানের (Gajendra Chauhan) নিয়োগের প্রতিবাদ করায় কর্তৃপক্ষের শাস্তির মুখে পড়েন পায়েল। ২০২৪ সালে সেই পায়েলই সম্মানিত বিশ্বমঞ্চে।

শুধু পুরস্কার জয় নয়, ২০২৪ কান-এর মঞ্চে মালায়ালাম-হিন্দি ফিচারের জন্য অনন্য সম্মান লাভ করেন পায়েল। চলচ্চিত্রটি পরিবেশিত হওয়ার পরে আট মিনিটের স্ট্যান্ডিং ওভেশন (standing ovation) (অভ্যর্থনা) আদায় করে নেন। ৩০ বছরের ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম কোনও চলচ্চিত্র মূল উৎসবে পরিবেশিত হল। আর সেই সঙ্গে পামে ডি’ওর (Palme d’Or)-এর পরে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান কোনও ভারতীয় মহিলা পরিচালক হিসাবে জিতে নিলেন পায়েল।

এক নার্সের জীবন নিয়ে তৈরি এই চলচ্চিত্রে দেখানো হয়েছে দীর্ঘদিন বিবাহ বিচ্ছিন্ন স্বামীর কাছে থেকে একটি উপহার পাওয়ার কাহিনী। সেই সঙ্গে তাঁরই রুমমেট আরেক যুবতী যিনি নিজের প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পান না। এই দুই নারী সমুদ্র সৈকতে একটি রোড ট্রিপে গিয়ে নিজেদের স্বপ্নকে ছুঁতে পারার মতো পরিবেশ খুঁজে পায়। আন্তর্জাতিক সমালোচনকদের কাছেও সম্মানিত হয়েছে পায়েলের ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

spot_img

Related articles

ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া-রাহুলের বিরুদ্ধে ইডির যুক্তিই শুনলই না আদালত

ন্যাশনাল হেরাল্ড (National Herald) সংক্রান্ত অর্থপাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দায়ের করা চার্জশিটে কোনও পাত্তাই দিল না দিল্লির...

মেসির অনুষ্ঠানের বিশৃঙ্খলা: নিরপেক্ষ তদন্তের স্বার্থে ইস্তফার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি ক্রীড়ামন্ত্রীর

যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলায় রাজ্য সরকারের কড়া পদক্ষেপের পরেই ক্রীড়ামন্ত্রী পদে অরূপ বিশ্বাসের (Arup Biswas) ইস্তফার...

কঠোর পদক্ষেপে আমলাদের বিরুদ্ধেও, শো-কজ ক্রীড়া দফতরের সচিবকে

যুবভারতীতে মেসি কাণ্ডে নজিরবিহীন পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবারই মুখ্যমন্ত্রী গঠিত কমিটি সিট গঠনের পরামর্শ দেয়। সেই কমিটির...

ঝঞ্ঝা কাঁটায় উর্ধ্বমুখী পারদ, সপ্তাহজুড়ে বঙ্গে শীতের লুকোচুরি! 

ডিসেম্বরের প্রথম থেকে যেভাবে জাঁকিয়ে শীত (Winter) পড়ার আভাস মিলেছিল, দ্বিতীয় সপ্তাহ শেষ হতে না হতেই সবটাই বিফলে...