Monday, August 25, 2025

রেমালের প্রভাব নির্বাচনেও! ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৮ ভোটকেন্দ্র, পরিস্থিতি মোকাবিলায় তৎপর কমিশন

Date:

Share post:

আসন্ন সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতেও ঘূর্ণিঝড় রেমালের বিরূপ প্রভাব পড়েছে। ওই দফায় মোট ৪৮টা ভোটকেন্দ্র দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গেছে। প্রথমিক সমীক্ষার পর উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা দুই জেলা মিলিয়ে এই পরিসংখ্যান সামনে এসেছে। বেশিরভাগ বুথেই বুথে জল ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব দুই জেলার জেলাশাসকদের সঙ্গে এদিন ভোট প্রস্তুতি নিয়ে ফোনে কথা বলেন। ওই দুই জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্র গুলি থেকে দ্রুত জল নামিয়ে সেগুলির মেরামতি যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতেও মুখ্যনির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন বলে তাঁর দফতর সূত্রে জানা গেছে। একই সঙ্গে দুর্যেোগের পর সব জেলার স্ট্রং-রুম গুলির অবস্থা খতিয়ে দেখতেও নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। জেলার নির্বাচনী কর্তাদের সরেজমিনে স্ট্রংরুম গুলির সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটে রাজ্যের তিন জেলার মোট ৯ টি লোক সভা আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে ১কোটি ৬৩ লক্ষ ৪০ হাজারের বেশি ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। শেষ দফায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭ হাজার ৪৭০,। আগেই জানানো হয়েছে যে এই পর্বের ভোটে বুথের নিরাপত্তায় থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর পাশাপাশি 33 হাজারের সামান্য বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হবে ।

আরও পড়ুন- রেমালের‌ দুর্যোগেও বিদ্যুৎ দফতরের কর্মীদের তৎপরতায় ৪৯ টি সাবস্টেশন ঠিক হয়েছে: অরূপ বিশ্বাস

 

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...