রেমালের‌ দুর্যোগেও বিদ্যুৎ দফতরের কর্মীদের তৎপরতায় ৪৯ টি সাবস্টেশন ঠিক হয়েছে: অরূপ বিশ্বাস

আজ বিদ্যুৎ ভবনে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মাননীয় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু।

রেমালের দুর্যোগের মধ্যেও যেভাবে বিদ্যুৎ দফতরের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছেন তাকে সাধুবাদ জানালেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি জানান, গাছ পড়ে ৬২টি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হলেও দুপুর তিনটের মধ্যেই ৪৯ টি সাবস্টেশন দ্রুততার সঙ্গে তৎপরতার সঙ্গে ঠিক করতে সমর্থ হয়েছেন বিদ্যুৎ কর্মীরা। ২৩৫০ টি পোল পড়ে গিয়েছিল। ৩৮০ কিলোমিটারের তার ছিঁড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগণায় চল্লিশটি অতিরিক্ত টিম বিদ্যুৎ দফতরের কাজ করছে। জল জমে থাকার জন্য সরবেড়িয়া, ন্যাজাট বিভিন্ন জায়গায় কাজ করতে বাধার সম্মুখীন হচ্ছেন বিদ্যুৎ কর্মীরা।

গোবরডাঙ্গা, গাইঘাটা এরকম বিভিন্ন জায়গায় সমস্যার মুখে পড়লেও দ্রুততার সঙ্গে জল নামার সঙ্গে সঙ্গেই তারা বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূলত জল জমে থাকার কারণে বিদ্যুৎ দফতরের কর্মীদের কাজ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী।

আরও পড়ুন- দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, বুধবার আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

 

Previous articleদুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, বুধবার আকাশ পথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন
Next articleরেমালের প্রভাব নির্বাচনেও! ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৮ ভোটকেন্দ্র, পরিস্থিতি মোকাবিলায় তৎপর কমিশন