ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রবিবার সন্ধে থেকে ঝড়ের সঙ্গে অতি-ভারী বৃষ্টিতে জেরবার মহানগরের জনজীবন। কলকাতা পুরসভার-সহ রাজ্য প্রশাসন সব শক্তি দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চালাচ্ছে। আর এই দুর্যোগের আবহেও ‘প্রভু’ নরেন্দ্র মোদিকে খুশি করতে সোমবার সন্ধেয় লেজার শোয়ের আয়োজন করেছে বিজেপি (BJP)। আর এই প্রাকৃতিক দুর্যোগের সময় যেখানে শহরের মানুষকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন, সেখানে বিজেপি তাদের অনুষ্ঠানে দলে দলে যোগ দেওয়ার নির্দেশও দিচ্ছে! রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করার এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা করেছে তৃণমূল।
প্রবল দুর্যোগের দিনেও ‘উল্লাস’ বিজেপির! তীব্র নিন্দা তৃণমূলের
Date:
Share post: