Friday, November 14, 2025

তিন মাস জলে থাকলেই বয়স কমবে ১০ বছর! অবাক কাণ্ড ঘটালেন ‘অ্যাকোয়াম্যান’

Date:

বয়স একটা সংখ্যা মাত্র, সময়ের সঙ্গে সঙ্গে যে সংখ্যাটার উর্ধ্বমুখী অবস্থান মানুষ মেনে নিতে পারে না। আসলে বয়স যত বাড়বে তত সমস্যা জর্জরিত হবে শরীর। তাই সতেজ থাকার জন্য কী করে বয়স কমানো যায় বা যৌবন ধরে রাখা যায় সে চেষ্টা রয়ে যায় আজীবন। কিন্তু আপনি জানলে অবাক হবেন যে সমুদ্রের নীচে তিন মাস কাটাতে পারলেই ১০ বছর পর্যন্ত কমে যেতে পারে বয়স! গল্প নয় সত্যি, যা বাস্তবে প্রমাণ করেছেন ‘অ্যাকোয়াম্যান’ জোসেফ দিতুরি (Joseph Dituri)।

প্রাক্তন নৌবাহিনীর অফিসার জোসেফ বিশ্বের ইতিহাসে সবথেকে বেশি দিন জলের নীচে থাকার রেকর্ড গড়ে ফেলেছেন। মানুষ আজ চাঁদে পৌঁছে গেছে, মঙ্গলে রকেট পাঠিয়েছে এমনকি সূর্যের পাড়াতেও মহাকাশযান স্থাপন করতে পেরেছে। কিন্তু জানলে অবাক হবেন যে এখনও পর্যন্ত এই বিশ্বের একাধিক মহাসাগরের তলদেশের ৮০ শতাংশ অংশে পৌঁছতেই পারিনি বিজ্ঞান! এবার সেই সমুদ্রের তলদেশ থেকেই উঠে এলো এক যুগান্তকারী তথ্য। জলের নীচে বেশ কয়েক মাস কাটাতে পারলেই নাকি নাকি মানুষের বয়স কমে যাচ্ছে। গোটা পৃথিবীকে এই চমৎকার তথ্য যিনি দিয়েছেন তার নাম ডক্টর ডিপ সি (Deep Sea)। হ্যাঁ জোসেফ দিতুরিকে এই নামেই চেনে পৃথিবী। জল তাকে অসম্ভব আকর্ষণ করে। অতল আটলান্টিকের রহস্য ভেদ করা সহজ কথা নয় কিন্তু এই বিষয়টাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি। জোসেফ একসময় আমেরিকার নৌবাহিনীর কমান্ডার অফিসার ছিলেন। প্রায় ২৮ বছর নৌবাহিনীতে কাজ করেছেন। তিনি চাকরিজীবন থেকেই ভাবতেন যে সমুদ্রের নীচে যদি কোনও মানুষ থাকেন তাহলে জলের প্রচন্ড চাপে মানবদেহে কোন কোন পরিবর্তন সম্ভব? এমন কিছু ঘটতে পারে কি যাতে সেই ব্যক্তি সুপার হিউম্যান হয়ে যেতে পারেন? চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নানা গবেষণা করে তিনি বোঝার চেষ্টা করেন যে জলের নীচে মানুষের শরীর দীর্ঘদিন থাকতে পারে কিনা। ২০২৩ সালে জলের তলায় চেম্বার বানিয়ে ১০০ দিন থেকে আসেন তিনি। জলের তলায় দীর্ঘদিন থেকে সমতলে আসার পর নিজের শরীরের উপর নানা পরীক্ষা-নিরীক্ষা করে আমেরিকার বায়ো মেডিক্যাল গবেষক (American Bio Medical Researcher) দিতুরি বোঝেন তাঁর দেহের অভ্যন্তরে অনেক পরিবর্তন হয়েছে আর সবটাই হয়েছে জলের চাপের কারণে। এই পরীক্ষা চালানোর কিছুদিন পর সিদ্ধান্ত নেন মহাসাগরের নীচে থাকবেন। পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং তাঁর দলবল আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) নীচে এক আন্ডারওয়াটার বল তৈরি করে ফেলেন। এর মধ্যে তৈরি করা হয় বিশেষ চেম্বার।

এখানেই ৯৩ দিন কাটিয়ে আসার পর বিজ্ঞানীরা জোসেফের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন ৫৬ বছর বয়সী এই মানুষটির শরীর এখন ৪৬ বছরের হয়ে গেছে। কমেছে কোলেস্টেরলের মাত্রা,পরিবর্তিত হয়েছে ডিএনএ (DNA)। হজম শক্তি বেড়েছে এবং আগের থেকে অনেক ভাল ঘুমোচ্ছেন এই গবেষক। তবে অসাধারণ অভিজ্ঞতার মধ্যে খারাপ খবর একটাই, তিন মাসের বেশি সময় মহাসাগরের গভীরে থাকার ফলে প্রাক্তন নৌ বাহিনীর অফিসারের উচ্চতা হাফ ইঞ্চি কমে গেছে।

এই তথ্য প্রকাশ্যে আসার পরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সকলেই চায় বয়স ধরে রাখতে। আর সেটা যদি এমন উপায়ে করা সম্ভব হয় তাহলে তো বিশ্বের ধনী ব্যক্তিরা সকলেই মহাসাগরের নীচে থাকার জন্য উৎসাহিত হয়ে পড়বেন। দিতুরি নিজেও বলছেন দীর্ঘদিন একটা শান্ত পরিবেশের মধ্যে কাটালে মানসিকভাবে অনেক ফুরফুরে লাগে আর সেটা সমুদ্রের তলদেশের থেকেই তিনি অনুভব করেছেন।

 

Related articles

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ...

নিখোঁজ বালকের কম্বল চাপা দেহ প্রতিবেশীর বন্ধ ঘরে! চাঞ্চল্য আরামবাগে

বৃহস্পতিবার থেকে নিখোঁজ বালকের দেহ শুক্রবার সকালে মিলল প্রতিবেশীর তালাবন্ধ বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য হুগলির (Hoogli) আরামবাগের (Arambag) মায়াপুর...

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...
Exit mobile version