প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পরে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে (Airport) বিমান পরিষেবা চালু হল। পোর্ট ব্লেয়ারের উদ্দেশে রওনা দেয় বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিমান (Flight)।
কলকাতা বিমানবন্দরে সাম্প্রতিককালে দুর্যোগের কারণে ২১ ঘণ্টা বিমান বন্ধ থাকার নজির নেই। যাত্রী হয়রানি এড়াতে অনেক আগেই একথা ঘোষণা করে দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের অসুবিধা হলেও, বিমানবন্দর কর্তৃপক্ষ মতে, সুরক্ষার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছিল।