আসল বক্তব্য ‘কাটছাঁট’ করে বিজেপির অপপ্রচার! পর্দা ফাঁস করলেন মমতার।

জনসভায় বক্তৃতা দিতে গিয়ে এক কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay), আর তার কথাকে কাটছাঁট করে অপপ্রচারের নেমেছে ‘মিথ্যাচারী’ বিজেপি (BJP)। সোমবার, সত্যনারায়ণ পার্কের জনসভা থেকে বিজেপির অপপ্রচারের পর্দা ফাঁস করলেন তৃণমূল (TMC) সভানেত্রী। এদিন কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) হয়ে ভোট প্রচার করেন মমতা। আর সেখান থেকেই মিথ্যাচার নিয়ে বিজেপিকে ধুয়ে দেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এই বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করেন। তিনি নিজে সব ধর্ম উৎসব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এক নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) বলতে শোনা যায়, রামায়ণ, মহাভারত, কোরান, বাইবেল শেষ হয়ে যাবে, কিন্তু তাও রাজ্যের উন্নয়নের খতিয়ান ফুরাবে না। এরপরেই বিজেপি নেতা অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে এই নিয়ে রাজনীতি করতে নেমে পড়েন। মমতার মন্তব্যকে কাটছাঁট করে তার অপব্যাখ্যা করে প্রচার করা হয়। এই নিয়ে দিন বিজেপি তথা কিছু সংবাদ মাধ্যমকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সভানেত্রী। তিনি বলেন, রাজ্যে এত উন্নয়ন হয়েছে যে জনসভায় যে সময় তাতে সেই উন্নয়নের খতিয়ান দিয়ে শেষ করা যাবে না। এইটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, যে রামায়ণ-মহাভারত, কোরান, বাইবেল সব পড়া শেষ হয়ে যাবে কিন্তু তাঁর আমলে বাংলার উন্নয়নের তালিকা পড়ে শেষ হবে না। কিন্তু সেই কথাকে এডিট করে ভুল ব্যাখ্যা করে নোংরা রাজনীতি করছে বিজেপি। মমতা বলেন, রাজ্যে সব ধর্ম সমন্বয়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলে। তিনি নিজে সব সম্প্রদায়ের উৎসবে সামিল হন। সর্বধর্ম সমন্বয় বার্তা সব সময় দেন মুখ্যমন্ত্রী। নিছক রাজনীতির জন্য বিজেপির এই ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা করেন মমতা। তিনি বলেন, আমি কখনও বলিনি কোরান, পুরাণ, বেদ, মহাভারত খতম করে দেওয়ার কথা। এসব আমার কাজ নয়, আমার কাজ উন্নয়ন করা। বিজেপি মিথ্যাচার করে আমার উপর আরোপ লাগাচ্ছে। বিজেপি টাকা ছড়িয়ে নোংরা খেলা চালাচ্ছে। আর সিপিএম ও কংগ্রেস তাদের সাহায্য করছে। আমাদের এখানে রাজস্থানি, গুজরাটি, বিহারি সবাই একসঙ্গে থাকেন। আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের উপর মিথ্যা দোষারোপ করলে আমরা ছেড়ে দেব না।বড়বাজারে দাঁড়িয়ে সুপ্রিমা বলেন, সব সময় রাজ্যে থাকা ভিন রাজ্যের মানুষের পাশে থাকেন তিনি। বাংলার সরকার সব রকম সাহায্য করে। মুখ্যমন্ত্রী বলেন, নোটবন্দি বা GST-র মতো কেন্দ্রের জনবিরোধী সিদ্ধান্তের সময়, বড়বাজারের ব্যবসায়ীদের পাশে ছিলেন তিনি। সকাল থেকে বারবার পাওয়া যেতে “জয় বাংলা”।






Previous articleপ্রধানমন্ত্রীর সচিবালয়ের সম্মতি, মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল গোপালিকার
Next articleপ্রবল দুর্যোগের দিনেও ‘উল্লাস’ বিজেপির! তীব্র নিন্দা তৃণমূলের