Monday, November 10, 2025

রেমালে বিপর্যয়: রাজ্যে মৃত্যু ৬ জনের, জলমগ্ন দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা

Date:

সিভিয়ার সাইক্লোন রেমাল রাজ্যের মাটি ছাড়েনি এখনও। সোমবার দুপুরেও ভারী বৃষ্টির পাশাপাশি ঘন কালো মেঘে ঢাকা রাজ্যের দক্ষিণের জেলাগুলি। তারই মধ্যে রাজ্যে মর্মান্তিক মৃত্যু ৬ জনের। আহত বেশ কয়েকজন। সেই সঙ্গে সমুদ্র ও দক্ষিণের নদীগুলি ফুলে ফেঁপে ভাসিয়েছে দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি, সন্দেশখালি এলাকার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন পূর্ব মেদিনীপুরের তমলুক সহ একাধিক এলাকা।

রেমালের তাণ্ডবে কলকাতায় এন্টালি এলাকার বিবির বাগানে মাথায় সিমেন্টের চাঁই পড়ে মোহাম্মদ সজীব (৫১) নামে এক ব্যক্তি মারা গিয়েছেন। অন্যদিকে মৌসুনি দ্বীপে আচমকা ঝড়ের প্রভাবে পাশের একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে রেণুকা মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধার ঘরের অ্যাসবেসটসের চালের উপর। তাতে ঘরের চাল ভেঙে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। উত্তর ২৪ পরগণার পানিহাটির সুখচর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ীর। গোপাল বর্মন (৩০) নামে ওই যুবক রাস্তার ধারে শৌচকর্ম করতে গিয়েছিলেন। বিদ্যুতে তার পড়েছিল জলে। তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই যুবকের।

অন্যদিকে পূর্ব বর্ধমানের মেমারিতে মর্মান্তিক মৃত্যু হয় বাবা-ছেলের। রবিবারের ঝড়বৃষ্টিতে বাড়ির কলা গাছ ভেঙে পড়ায় সোমবার সকালে সেই গাছ কেটে সরাতে যান ফঁড়ে সিং (৬৪)৷ কিন্তু গাছের সঙ্গে যে বিদ্যুতের তার জড়িয়ে ছিল তিনি লক্ষ্য করেননি৷ গাছ কাটতে যেতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি৷ বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে যান ছেলে তরুণ সিং (৩০) এবং সেখানেই তাঁরও মৃত্যু হয়। অন্য একটি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার নুঙ্গিতে বাড়ির সামনেই মৃত্যু হয় তাপসী দাস (৫৩) নামে এক প্রৌঢ়ার। বাড়ির বাইরে জমা জলে বিদ্যুতের তার পড়েছিল। বেখেয়ালে সেই জলে পা দিতেই মৃত্যু হয় তাঁর।

সেই সঙ্গে জলমগ্ন কলকাতার ছবিও ধরা পড়ল সোমবার। মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা সারাদিন থাকল জলমগ্ন। রবিবার রাত সাড়ে ১১টায় গঙ্গার সব লকগেট বন্ধ হয়ে যায়। ফলে শহরের জমা জল আটকে যায়। ফের দুপুর তিনটে নাগাদ লকগেট খোলার পরে জল নামার প্রক্রিয়া শুরু হয়। তবে পুরসভার কর্মীরা রাতভর ভেঙে পড়া গাছ ও বিদ্যুৎ দফতরের কর্মীরা ছিঁড়ে পড়া তার পরিষ্কার করার কাজে ব্যস্ত থাকেন। আগের থেকে অনেক নির্বিঘ্নে সপ্তাহের প্রথমদিন কাজে যোগ দিতে যাওয়ার সুযোগ পান নগরবাসী। যদিও এদিনই প্রথম নজিরবিহীন সাড়ে চার ঘণ্টার মেট্রো বিপর্যয়েরও সম্মুখিন হয় শহর কলকাতা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version