যাদবপুর ছেড়ে এবার অসমে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে “ক্লান্তিহীন” সায়নী

চলতি লোকসভা নির্বাচনে বাংলার বাইরে অসম, উত্তরপ্রদেশ, মিজোরামেও প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ১ জুন সপ্তম তথা শেষ দফায় অসমের শিলচর আসনে ভোট গ্রহণ। দলীয় প্রার্থীর সমর্থনে এবার শিলচর যাচ্ছেন যুব তৃণমূল সভানেত্রী তথা যাদবপুর কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। আগামিকাল, মঙ্গলবার সেখানে তিনটি জনসভা আছে সায়নীর। জনসভাগুলি হবে সোনাই, ঢোলাই ও শিলচর টাউনে। সভা শেষ করে রাতেই তাঁর কলকাতায় ফেরার কথা।

শেষ দফায় তাঁর নিজের কেন্দ্র যাদবপুরেও ভোট। কিন্তু একজন দায়িত্বশীল নেত্রী হিসেবে নিজের কেন্দ্রের পাশাপাশি ভিন রাজ্যেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে হচ্ছেন সায়নী। এর আগেও একদিনের জন্য অসমে প্রচারে গিয়েছিলেন সায়নী।

উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে যাদবপুরের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচার দিনরাত এক করে দিয়েছেন সায়নী। ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে সাতটি বিধানসভা চোষে ফেলেছেন তৃণমূল যুব সভানেত্রী। প্রচারের শেষলগ্নে ক্লান্তিহীন সায়নী ফের একবার অসমে যাচ্ছেন।

আরও পড়ুন- দুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা

 

Previous articleদুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা
Next articleপ্রকাশ্য রাস্তায় গুলি! খুন জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া হলিউডে