শুধু বাংলা বা বাঙালির জন্য নয় গোটা বিশ্বের জন্য আজ তাঁর লেখা বা কথা বলার একটা আলাদা মূল্য আছে। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film festival) সেরার সম্মান পাওয়ার পর অনসূয়া সেনগুপ্তকে (Anusuya Sengupta) নিয়ে খবরের দুনিয়ায় হইচই। সকলেই ভাবছিলেন দেশে ফিরে কখন নিজের মনের কথা শেয়ার করবেন তিনি। ফ্রান্স থেকেই বলেছিলেন অনেক কিছু বলার আছে, অবশেষে সব কিছুই লিখে দিলেন গর্বিত অভিনেত্রী (Actress Anusuya Sengupta)। ভালবাসা আর কৃতজ্ঞতা জানালেন দেশবাসীকে, এই জয় উৎসর্গ করলেন ভারতীয় সিনেমার মহিলা অভিনেত্রীদের।

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘রে’ সিরিজ হোক বা অঞ্জন দত্তর ‘ম্যাডলি বাঙালি’ – অনসূয়া বরাবরই অন্যরকমের অভিনয় করতে ভালবাসেন। পেশাগতভাবে মুম্বইয়ে প্রোডাকশন ডিজাইনারের কাজ করতে করতেই অভিনয়ের প্রতি ভাললাগা দ্বিগুণ হয়। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’-এ (The Shameless) অভিনয় করে কান (Cannes) চলচ্চিত্র উৎসবের রীতিমতো হইচই ফেলে দিয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পাওয়া বাংলার মেয়ে আনন্দের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে সমাজমাধ্যমের পাতায় লিখলেন, ”ভালেবাসায় পরিপূর্ণ। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পাওয়ায় সত্যিই আমি গর্বিত। তার পর জানতে পারলাম, আমিই প্রথম ভারতীয়, যিনি এই সম্মান পেয়েছেন। তাই এই পুরস্কার আমার কাছে আরও বেশি স্পেশাল। এই সম্মান আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকেও অনেকটা বেশি। আমি আপ্লুত।”
অনসূয়াকে নিয়ে বাড়তি আবেগ কলকাতার। কারণ, তিনি এই শহরের মেয়ে। বলিউডের পাশাপাশি টলিউডের শিল্পীরাও তাঁকে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন। দেশে ফেরার দুদিন পর অনুসূয়া যে পোস্ট করলেন তাতে শেষের কয়েকটা কথা বেশ মনে ধরার মতো। অভিনেত্রী লিখেছেন, “আমি আশা করব, আমার এই জয় ভারতীয় সিনেমায় মহিলাদের কাজের পথকে প্রশস্ত করবে। যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের লক্ষ্য পূরণের স্বপ্ন দেখতে পারে।’’ অনুসুয়া আসলে এই কথার মধ্যে দিয়েই নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা দিয়েছেন বলেই মনে করছেন এই প্রজন্মের শিল্পীরা।
