Saturday, August 23, 2025

নির্বাচনী প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিনের মেয়াদ বাড়ানোর মামলা শুনল না সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ (Vacation Bench)। যেহেতু মামলাটি ইতিমধ্যেই প্রধান বিচারপতির (CJI) বেঞ্চে বিচারাধীন, তাই সেই বেঞ্চেই এই মামলার শুনানি হবে, জানালো আদালত। তবে সেক্ষেত্রে কেজরিকে ২ জুন সমর্পণ করে ফের জেলে যেতে হবে কি না, সেই সিদ্ধান্ত ঝুলেই রইল।

সোমবারই সর্বোচ্চ আদালতের অবসরকালীন বেঞ্চে শারীরিক পরীক্ষার কারণ (health issues) দেখিয়ে অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকাকালীন তাঁর ওজন যেভাবে কমেছে, তাতে ডাক্তার তাঁকে যেসব স্বাস্থ্য পরীক্ষার জন্য বলেছে, তার জন্যই আরও সাতদিন সময় তাঁর লাগবে বলে জানানো হয়েছিল আপ-এর পক্ষ থেকে। মঙ্গলবার সেই মামলা সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি জে কে মাহেশ্বরী ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে ওঠে।

পর্যবেক্ষণে বিচারপতি জানান, ইতিমধ্যেই এই মামলায় একটি রায়দান হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। এই সংক্রান্ত কোনও মামলা হলে তা সেই বেঞ্চেই সঠিকভাবে শোনা সম্ভব। ১০ মে এই মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চ ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিয়েছিল কেজরিওয়ালকে। ২ জুন তাঁর আত্মসমর্পণ করার কথা। তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মামলা প্রধান বিচারপতি বেঞ্চে যাওয়ায় জামিনের মেয়াদ সাতদিন বাড়া নিয়ে তৈরি হল সংশয়।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version