Sunday, August 24, 2025

রাঁচির পানশালায় খুন বাঙালি DJ! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি

Date:

কলকাতার ছেলে মাত্র কুড়ি দিন আগে রাঁচিতে গিয়ে কাজ শুরু করেছিলেন। একেবারে নির্ঝঞ্ঝাট বাঙালি ডিজে সন্দীপ প্রামাণিক (Sandip Pramanik) জানতেন না যে কয়েকদিনের মধ্যেই আমেরিকার স্টাইলেই নিজের কাজের পরিবেশে খুন হতে হবে তাঁকে। সোমবার যখন রিমাল দুর্যোগ নিয়ে চিন্তায় কলকাতা তখন রাঁচিতে মহানগরীর ছেলে ডিজে স্যান্ডি (DJ Sandy) কার্যতো বিনা কারণেই দুষ্কৃতীদের হাতে খুন হলেন। ঘটনার কয়েক ঘণ্টা পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে বলে খবর। কী কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু হয়েছে।

ঝাড়খণ্ডের রাঁচি শহরের এক্সট্রিম স্পোর্টস বার (Extreme Sports Bar, Ranchi Jharkhand) নামে এক নাইট ক্লাবে ডিজে হিসেবে নিজের পারফরম্যান্স শুরু করেছিলেন স্যান্ডি। ক্লাবের সিসিটিভি ক্যামেরায় সবটাই ধরা পড়েছে। ভিডিও ফুটেছে দেখা গেছে খালি গায়ে শুধুমাত্র হাফপ্যান্ট পরা এক ব্যক্তিকে অত্যাধুনিক রাইফেল হাতে নিয়ে মুখ ঢাকা অবস্থায় প্রবেশ করে। সন্দীপকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। ঘটনাটি ঘটে সোমবার ভোর ১টা বেজে ১৮ মিনিটে। পরে, আহত অবস্থায় সন্দীপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই বিহারের গয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ঝাড়খণ্ড পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিষেক সিং ওরফে ভিকি। কিন্তু কেন এই কাণ্ড? আর মার্কিন মুলকের বন্দুকবাজের স্টাইলে এভাবে প্রকাশ্যে রাইফেল নিয়ে দুষ্কৃতীদের আনাগোনা কী করে ঘটছে?পুলিশ জানতে পেরেছে, গুলি চালানোর কয়েক ঘণ্টা আগে, ওই বারে বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন অভিষেক সিং (Abhishek Singh)। বারের কর্মীদের সঙ্গে তাঁদের ঝামেলাও হয়। সম্ভবত সেই আক্রোশ থেকেই এই গুলি চালানোর ঘটনা বলে প্রাথমিক অনুমান। তর্কাতর্কিতে সন্দীপের কোনও ভূমিকাই ছিল না। উনি তর্কে অংশও নেননি। কার যত বিনা কারণেই তার মৃত্যু হয়েছে বলে মনে করছেন বার মালিক বিশাল সিং। অভিষেকের তিন বন্ধু প্রতীক, মহম্মদ সমীরউদ্দিন এবং মৃত্যুঞ্জয়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের দুটি গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version