Breakfas Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয়বার আইপিএল ট্রফি ঘরে তোলে নাইটরা। আর এরপরই দেখা গেল এক অনন্য মুহুর্ত। ফাইনাল ম্যাচের পর কলকাতার মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন বিসিসিআই সচিব জয় শাহ। আর এরপর জল্পনা তুঙ্গে , তবে কি টিম ইন্ডিয়ার কোচ হচ্ছেন কেকেআর মেন্টর।

২) সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ২০১৪ সালের পর আবার আইপিএল চ্যাম্পিয়ন হলো কেকেআর। আর এই জয়ে দলের জন্য গর্বিত দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। বললেন, এটাই দলের কাছে চেয়েছিলাম।

৩) আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চ্যাম্পিয়ন কোটি কোটি টাকার পুরস্কার পেয়েছে কেকেআর। পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি-সুনীল নারিন-মিচেল স্টার্করা। আর এবার মাঠের বাইরে থাকা কর্মীদের জন্য বড় পদক্ষেপ নিল বিসিসিআই। মাঠের কর্মীদের জন্য বিশেষ পুরস্কার ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ।

৪) শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২৪। চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরুর উপর রাগ কমছে না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটার অম্বতি রায়ডুর। নাম না করে ফের বিরাট কোহলিকে একহাত নিলেন তিনি।


৫) বাংলায় ফিরছেন ঋদ্ধিমান সাহা। দু’বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছেন! আগামী মরশুমে তাঁকে বাংলার হয়ে খেলতে দেখা যাবে। বছর দুয়েক আগে অভিমান করে বাংলা ছেড়ে ত্রিপুরা পাড়ি দিয়েছিলেন ঋদ্ধি। সেই তিনি আবার ফিরতে চলেছেন বঙ্গ ক্রিকেটে।

আরও পড়ুন- অভিমান ভুলে বাংলায় ফিরছেন ঋদ্ধি