Saturday, November 8, 2025

জয়া ভাদুড়ির আইকনিক চরিত্রে দেবলীনা দত্ত! মঞ্চ পাচ্ছে নতুন ‘ধন্যি মেয়ে’

Date:

Share post:

‘রাধে, মনটা রেখে এলি বল কোন মথুরায়? ‘ – ধীর পায়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ‘মনসা’ রূপী জয়া ভাদুড়ি (Jaya Bhaduri)। গ্রীষ্মের দুপুর আর ব্যাকগ্রাউন্ডে সেই দরদী গান। দস্যি মেয়ে তখন অনেক শান্ত কিন্তু দর্শক আপ্লুত ‘ধন্যি মেয়ে’র (Dhanni Meye) কেরামতিতে। সাদাকালো পর্দার উজ্জ্বল সেই চরিত্র আর সিনেমা বঙ্গ জীবনের সারল্য খুব সহজেই ছুঁয়ে যেতে পেরেছে। এত বছর পরে সেই চরিত্র আবার জীবন্ত হবে,তবে সিনেমায় নয় বরং নাট্যমঞ্চে। আর সেখানেই বাংলা বিনোদনের জগতে নতুন ‘ধন্যি মেয়ে’ হয়ে উঠবেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta Is Dhanni Meye)।

হোয়াটস অ্যাপ আর ইনস্টাগ্রামের যুগে বাঙালির পুরনো নস্টালজিয়াকে মাথায় রেখে ‘ধন্যি মেয়ে’ হয়ে ওঠা কি সহজ কাজ? জয়া ভাদুড়ির চরিত্রে পা গলানো দেবলীনা যথেষ্ট আত্মবিশ্বাসী। অমিতাভ পত্নীর চরিত্রের সঙ্গে তুলনা টানার প্রসঙ্গে তিনি বলছেন ‘‘জানি তো এটা হবে। আর এই ধরনের চ্যালেঞ্জ বরাবর নিতে ভালবাসি। সেই ধারাবাহিক ‘এক আকাশের নীচে’-র সময় থেকে। ওই ধারাবাহিকে অদিতি চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চরিত্রকে নতুন করে জনপ্রিয় করার দায়িত্ব আমার কাঁধে বর্তেছিল। পেরেছিলাম কিন্তু।’’ মঞ্চ, ছবি, সিরিজ় পরিচালক বাপ্পা এই নাটকটি পরিচালনা করবেন। পর্দার গল্প অনুসরণ করে, সেই স্বাদ বজায় রেখেই মঞ্চস্থ করা হবে নাটকটি। অর্থাৎ, ২২ জনের টিম নিয়ে জমজমাট ফুটবলের লড়াই থাকছে। কিন্তু উত্তম কুমারের চরিত্রে কে? অভিনেত্রী বলছেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়কে (Soumya Banerjee) মহানায়ক অভিনীত কালী দত্তের ভূমিকায় দেখা যাবে। অভিনেত্রীর বিপরীতে ‘বগলা’ চরিত্রে থাকবেন মঞ্চের জনপ্রিয় অভিনেতা সুমিত কুমার রায়। একই ভাবে ‘বগলা’র বৌদির চরিত্রে থাকবেন মঞ্চের আরও এক অতি পরিচিত অভিনেত্রী, বিন্দিয়া ঘোষ। ‘মনসা’র ‘মামা’ মানে জহর রায়ের চরিত্র মঞ্চস্থ করবেন অভিজি গুহ। সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুটবল ম্যাচ। মঞ্চে দুই দলের ফুটবল খেলাও দেখানো হবে! ইতিমধ্যেই জোরকদমে মহড়া শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের শেষেই বাংলা নাট্য জগত দেখবে নতুন ‘ধন্যি মেয়ে’কে।

 

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...