জয়া ভাদুড়ির আইকনিক চরিত্রে দেবলীনা দত্ত! মঞ্চ পাচ্ছে নতুন ‘ধন্যি মেয়ে’

২২ জনের টিম নিয়ে জমজমাট ফুটবলের লড়াই থাকছে। কিন্তু উত্তম কুমারের চরিত্রে কে?

0
2

‘রাধে, মনটা রেখে এলি বল কোন মথুরায়? ‘ – ধীর পায়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ‘মনসা’ রূপী জয়া ভাদুড়ি (Jaya Bhaduri)। গ্রীষ্মের দুপুর আর ব্যাকগ্রাউন্ডে সেই দরদী গান। দস্যি মেয়ে তখন অনেক শান্ত কিন্তু দর্শক আপ্লুত ‘ধন্যি মেয়ে’র (Dhanni Meye) কেরামতিতে। সাদাকালো পর্দার উজ্জ্বল সেই চরিত্র আর সিনেমা বঙ্গ জীবনের সারল্য খুব সহজেই ছুঁয়ে যেতে পেরেছে। এত বছর পরে সেই চরিত্র আবার জীবন্ত হবে,তবে সিনেমায় নয় বরং নাট্যমঞ্চে। আর সেখানেই বাংলা বিনোদনের জগতে নতুন ‘ধন্যি মেয়ে’ হয়ে উঠবেন অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta Is Dhanni Meye)।

হোয়াটস অ্যাপ আর ইনস্টাগ্রামের যুগে বাঙালির পুরনো নস্টালজিয়াকে মাথায় রেখে ‘ধন্যি মেয়ে’ হয়ে ওঠা কি সহজ কাজ? জয়া ভাদুড়ির চরিত্রে পা গলানো দেবলীনা যথেষ্ট আত্মবিশ্বাসী। অমিতাভ পত্নীর চরিত্রের সঙ্গে তুলনা টানার প্রসঙ্গে তিনি বলছেন ‘‘জানি তো এটা হবে। আর এই ধরনের চ্যালেঞ্জ বরাবর নিতে ভালবাসি। সেই ধারাবাহিক ‘এক আকাশের নীচে’-র সময় থেকে। ওই ধারাবাহিকে অদিতি চট্টোপাধ্যায়ের ছেড়ে যাওয়া চরিত্রকে নতুন করে জনপ্রিয় করার দায়িত্ব আমার কাঁধে বর্তেছিল। পেরেছিলাম কিন্তু।’’ মঞ্চ, ছবি, সিরিজ় পরিচালক বাপ্পা এই নাটকটি পরিচালনা করবেন। পর্দার গল্প অনুসরণ করে, সেই স্বাদ বজায় রেখেই মঞ্চস্থ করা হবে নাটকটি। অর্থাৎ, ২২ জনের টিম নিয়ে জমজমাট ফুটবলের লড়াই থাকছে। কিন্তু উত্তম কুমারের চরিত্রে কে? অভিনেত্রী বলছেন, সৌম্য বন্দ্যোপাধ্যায়কে (Soumya Banerjee) মহানায়ক অভিনীত কালী দত্তের ভূমিকায় দেখা যাবে। অভিনেত্রীর বিপরীতে ‘বগলা’ চরিত্রে থাকবেন মঞ্চের জনপ্রিয় অভিনেতা সুমিত কুমার রায়। একই ভাবে ‘বগলা’র বৌদির চরিত্রে থাকবেন মঞ্চের আরও এক অতি পরিচিত অভিনেত্রী, বিন্দিয়া ঘোষ। ‘মনসা’র ‘মামা’ মানে জহর রায়ের চরিত্র মঞ্চস্থ করবেন অভিজি গুহ। সিনেমার একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল ফুটবল ম্যাচ। মঞ্চে দুই দলের ফুটবল খেলাও দেখানো হবে! ইতিমধ্যেই জোরকদমে মহড়া শুরু হয়ে গিয়েছে। আগামী মাসের শেষেই বাংলা নাট্য জগত দেখবে নতুন ‘ধন্যি মেয়ে’কে।