Thursday, May 8, 2025

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যৌন হেনস্থায় অভিযুক্ত! প্রধান বিচারপতির দ্বারস্থ পড়ুয়ারা

Date:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (vice-chancellor) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ ওয়েস্ট বেঙ্গল ন্যাশানাল ইউনিভার্সিটি অফ জুডিশিয়াল সায়েন্স (WBNUJS)-এর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকার যৌন হেনস্থায় অভিযুক্ত উপাচার্য নির্মল কান্তি চক্রবর্তী (N K Chakraborty)। তাঁর শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (D Y Chandrachud) চিঠি লিখলেন পড়ুয়ারা।

উপাচার্যের বিরুদ্ধে আইনের এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সংগঠন স্টুডেন্ট জুডিশিয়াল অ্যাসোসিয়েশনের (SJA) অভিযোগ বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকাকে যৌন হেনস্থা করেন দীর্ঘদিন ধরে। উপাচার্যের প্রস্তাবে সম্মত না হওয়ায় তাঁর কর্মক্ষেত্রে সুবিধা পাওয়ার বিষয় আটকে রাখা হয়েছে। উপাচার্য এন কে চক্রবর্তী নিজের পদের অপব্যবহার করে দিনের পর দিন খারাপ উদ্দেশ্যসাধন করেছন। গোটা ঘটনায় অভিযোগকারিনী অধ্যাপিকার পাশে দাঁড়িয়েছে পড়ুয়ারা।

পড়ুয়াদের আরও অভিযোগ, উপাচার্যের বিরুদ্ধে সরব হতেই পাল্টা চাপ দেওয়া শুরু করেছেন উপাচার্য। সেক্ষেত্রেও নিজের পদের অপব্যবহার করেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ নিয়ে তদন্ত করতে নিজের সুপারিশ করা ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেছেন, যেখানে নিরপেক্ষ তদন্ত পাওয়া নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই অভিযোগ নিয়ে তদন্ত কমিটির সুপারিশের উপর আস্থা না দেখানোয় অভিযোগ করার দীর্ঘদিন পরেও বিচারের আশায় ঘুরছেন অভিযোগকারিনী অধ্যাপিকা। এরপরেই আচার্যের দ্বারস্থ হওয়া স্থির করেন পড়ুয়ারা।

প্রধান বিচারপতির কাছে পড়ুয়াদের দাবি, অভিযুক্ত উপাচার্যকে সাসপেন্ড (suspend) করতে হবে। সেই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা। এই তদন্ত চলাকালীন যেন তিনি কোনও দায়িত্ব পালন না করেন। উপাচার্য অবসরের পরেও সম্প্রসারণের যে আবেদন করেছেন তা যেন বাতিল করা হয়, আবেদন পড়ুয়াদের। সেই সঙ্গে উপাচার্য যে কমিটি গঠন করে তদন্ত শুরু করেছেন, তার উপর কোনও আস্থা পড়ুয়াদের নেই বলেও তাঁরা প্রধান বিচারপতিকে জানিয়েছেন।

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version