Sunday, November 16, 2025

অপমানের ভয়ে ‘দিদির’ সভায় যাইনি! মন্তব্য ঊষারানির স্বামীর, অভিষেক-সাক্ষাতে গলল বরফ

Date:

বিধায়ক হয়েও তৃণমূল সভানেত্রীর প্রচারসভায় না যাওয়ায় তীব্র ভর্ৎসনার মুখে পড়েন ঊষারানি মণ্ডল (Usharani Mondal) ও তাঁর স্বামী প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল (Mrityunjay Mondal)। কেন যাননি তাঁরা? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন বিজেপি (BJP) সঙ্গে গোপন আঁতাঁতের ফলেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মণ্ডল দম্পতি। তবে, বিশ্ববাংলা সংবাদকে মৃত্যুঞ্জয় মণ্ডল জানালেন, কারও সঙ্গে যোগাযোগ নয়, দলের মধ্যেই অপমানিত হতে হচ্ছিল। সেদিন সভায় গেলেও অপমানিত হতে হত- এই ভয়েই যাননি তাঁরা। তবে, সোমবার, কালীঘাটে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে কথা বলে অভিমানের বরফ গলেছে বলে জানান মৃত্যুঞ্জয়। তাঁর, কথায় অভিষেক তাঁদের কথা শুনেছেন। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার থেকেই দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের হয়ে এলাকায় প্রচার শুরু করেছেন মণ্ডল দম্পতি।শনিবার হাড়োয়ায় বসিরহাটের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারসভা থেকে তৃণমূল সভানেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “তৃণমূলের এমএলএ থাকবেন, কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না! যত ক্ষণ না ক্ষমা চেয়ে পায়ে ধরবে, তত ক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না! মানি না! মানি না! ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না! আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানব না!“ এর প্রেক্ষিতে ঊষারানির স্বামী জানান, তিনি ১৯৯৮ থেকে তৃণমূল করেন। নিজে মিনাখাঁর বিধায়ক ছিলেন। কিন্তু ২০০৬-এ জোড়া খুনে তাঁর নাম জড়ানো স্ত্রী ঊষারানিকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনবারের বিধায়ক তিনি। কিন্তু মৃত্যুঞ্জয়ের অভিযোগ, দলের মধ্যে তাঁরা দুজনেই কোণঠাসা হয়ে পড়েন। বারবার অপমানিত হতে হয়। সেই কারণেই অভিমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। অপমানিত হওয়ার ভয়েই সেদিন সভায় যাননি বলেও দাবি মৃত্যুঞ্জয়ের।

তাহলে তাঁদের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ উঠল কেন?
মৃত্যুঞ্জয়ের দাবি, দলের কিছুই লোকই নাকি এই অপপ্রচার চালাচ্ছে। সেদিন সভায় না যাওয়া দলনেত্রী রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কেন যাননি সেই ব্যাখ্যাই সোমবার অভিষেককে দিয়েছেন তাঁরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁদের কথা শুনেছেন বলে জানান মৃত্যুঞ্জয় (Mrityunjay Mondal)। ভোটের পরে এই বিষয়ে তিনি পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিষেক- দাবি ঊষারানির স্বামীর। অভিষেকের সঙ্গে কথা বলে অভিমান গলে জল মণ্ডল দম্পতির। মঙ্গলবার, থেকেই তাঁরা হাজি নুরুলের হয়ে প্রচারে নেমে পড়েছেন। তবে, প্রশ্ন উঠছে, কেন এতদিন পরে বলেছেন তাঁরা? এই কথা তো আগেও জানাতে পারতেন। না কি বিজেপি-যোগ প্রকাশ্যে আসতেই পদ বাঁচাতে তাঁরা অপমানের অজুহাত তুলছেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।






Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version