Sunday, May 4, 2025

অপমানের ভয়ে ‘দিদির’ সভায় যাইনি! মন্তব্য ঊষারানির স্বামীর, অভিষেক-সাক্ষাতে গলল বরফ

Date:

বিধায়ক হয়েও তৃণমূল সভানেত্রীর প্রচারসভায় না যাওয়ায় তীব্র ভর্ৎসনার মুখে পড়েন ঊষারানি মণ্ডল (Usharani Mondal) ও তাঁর স্বামী প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল (Mrityunjay Mondal)। কেন যাননি তাঁরা? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন বিজেপি (BJP) সঙ্গে গোপন আঁতাঁতের ফলেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন মণ্ডল দম্পতি। তবে, বিশ্ববাংলা সংবাদকে মৃত্যুঞ্জয় মণ্ডল জানালেন, কারও সঙ্গে যোগাযোগ নয়, দলের মধ্যেই অপমানিত হতে হচ্ছিল। সেদিন সভায় গেলেও অপমানিত হতে হত- এই ভয়েই যাননি তাঁরা। তবে, সোমবার, কালীঘাটে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে কথা বলে অভিমানের বরফ গলেছে বলে জানান মৃত্যুঞ্জয়। তাঁর, কথায় অভিষেক তাঁদের কথা শুনেছেন। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার থেকেই দলীয় প্রার্থী হাজি নুরুল ইসলামের হয়ে এলাকায় প্রচার শুরু করেছেন মণ্ডল দম্পতি।শনিবার হাড়োয়ায় বসিরহাটের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারসভা থেকে তৃণমূল সভানেত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “তৃণমূলের এমএলএ থাকবেন, কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না! যত ক্ষণ না ক্ষমা চেয়ে পায়ে ধরবে, তত ক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না! মানি না! মানি না! ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না! আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন? এটা মানব না!“ এর প্রেক্ষিতে ঊষারানির স্বামী জানান, তিনি ১৯৯৮ থেকে তৃণমূল করেন। নিজে মিনাখাঁর বিধায়ক ছিলেন। কিন্তু ২০০৬-এ জোড়া খুনে তাঁর নাম জড়ানো স্ত্রী ঊষারানিকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনবারের বিধায়ক তিনি। কিন্তু মৃত্যুঞ্জয়ের অভিযোগ, দলের মধ্যে তাঁরা দুজনেই কোণঠাসা হয়ে পড়েন। বারবার অপমানিত হতে হয়। সেই কারণেই অভিমানে দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। অপমানিত হওয়ার ভয়েই সেদিন সভায় যাননি বলেও দাবি মৃত্যুঞ্জয়ের।

তাহলে তাঁদের বিরুদ্ধে বিজেপি-যোগের অভিযোগ উঠল কেন?
মৃত্যুঞ্জয়ের দাবি, দলের কিছুই লোকই নাকি এই অপপ্রচার চালাচ্ছে। সেদিন সভায় না যাওয়া দলনেত্রী রাগ হওয়াটা স্বাভাবিক। কিন্তু কেন যাননি সেই ব্যাখ্যাই সোমবার অভিষেককে দিয়েছেন তাঁরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাঁদের কথা শুনেছেন বলে জানান মৃত্যুঞ্জয় (Mrityunjay Mondal)। ভোটের পরে এই বিষয়ে তিনি পদক্ষেপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন অভিষেক- দাবি ঊষারানির স্বামীর। অভিষেকের সঙ্গে কথা বলে অভিমান গলে জল মণ্ডল দম্পতির। মঙ্গলবার, থেকেই তাঁরা হাজি নুরুলের হয়ে প্রচারে নেমে পড়েছেন। তবে, প্রশ্ন উঠছে, কেন এতদিন পরে বলেছেন তাঁরা? এই কথা তো আগেও জানাতে পারতেন। না কি বিজেপি-যোগ প্রকাশ্যে আসতেই পদ বাঁচাতে তাঁরা অপমানের অজুহাত তুলছেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।






Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version