Monday, May 19, 2025

ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে সম্মানিত করবে রাষ্ট্রসংঘ

Date:

Share post:

ভারতীয় নারীর জয়জয়কার, দেশ ছাড়িয়ে বিদেশেও সেরার সেরা মহিলারা। বিনোদন হোক বা সেনার লড়াই সবার আগে ভারতীয় মহিলারা। এবার রাষ্ট্রসঙ্ঘও সেই নারী শক্তিকে কুর্নিশ জানিয়ে ভারতীয় সেনার মেজর রাধিকা সেনকে (Radhika Sen, Major Indian Army) বিশেষ সম্মান দিতে চলেছে। আগামী ৩০ মে তাঁর হাতে মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অ্যাওয়ার্ড (military gender advocate award) তুলে দেওয়া হবে।

রাধিকা আদপে হিমাচল প্রদেশের বাসিন্দা। স্নাতক স্তরে বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ে (biotechnology engineering) পড়াশোনা করে ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে আইআইটি বম্বে (IIT Bombay) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপরই ২০১৬ সালে তিনি ভারতীয় সেনায় যোগ দেন। রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনীর সদস্য হয়ে তিনি ধারাবাহিকভাবে শিশু এবং মহিলাদের হয়ে দারুণ কাজ করেছেন। ২০২৩ সালে রাষ্ট্রসঙ্ঘের অর্গানাইজেশন স্টেবিলাইজেশন ইন দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (মোনুস্কো) সদস্য হন তিনি। চলতি বছরের এপ্রিল।পর্যন্ত মোনুস্কোর ইন্ডিয়ান র‌্যাপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়নের এনগেজমেন্ট প্লাটুনের কমান্ডারের দায়িত্ব সামলেছেন।রাধিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন মানবিকতা এবং দায়বদ্ধতার অন্যতম সেরা উদাহরণ। তাই দ্বিতীয় ভারতীয় শান্তিরক্ষা সদস্য হিসেবে এই সম্মান পেতে চলেছেন রাধিকা। এই সম্মান মেজরের নিজের কাছেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, এই পুরস্কার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রেরণা জোগাবে। পাশাপাশি লিঙ্গ-সংবেদনশীলতা বজায় রেখে সকলকে শান্তি রক্ষা করার অনুরোধও করেন তিনি।


 

spot_img

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...