Friday, August 22, 2025

লিভারপুলের বিদায়ী অনুষ্ঠানে ভক্তদের স্লোগানের মাঝে কান্নায় ভেঙে পড়লেন ইয়ুর্গেন ক্লপ

Date:

গত ১৯ মে আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। মঙ্গলবার রাতে এক বিদায়ী অনুষ্ঠানে ভক্তদের স্লোগানের মাঝে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন এই লিভারপুল কোচ। ২০১৫ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তাঁর দৌলতেই দীর্ঘ সময়ের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ায় অ্যানফিল্ডের ক্লাবটি। ক্লপের অধীনে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলে লিভারপুল। এরপর গত জানুয়ারিতে আকস্মিকভাবে মরসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা করেন ক্লপ। বিদায়ের কারণ হিসেবে ক্লান্তির কথা উল্লেখ করেছিলেন।এরপর ১৯ মে শেষ লিগ ম্যাচের মধ্য দিয়ে লিভারপুলকে বিদায়ও জানান এই জার্মান কোচ। বিদায়ের পর গতকাল রাতে স্ত্রী উলাকে নিয়ে একটি প্রাইভেট জেটে ফের লিভারপুল ফিরে আসেন তিনি। লিভারপুলের ‘এন ইভিনিং উইথ ইয়ুর্গেন ক্লপ’ অনুষ্ঠানে যোগ দিতেই তাঁর এই ফিরে আসা।
এই অনুষ্ঠানে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লিভারপুলের হয়ে ক্লপের অবদানের কথা স্মরণ করে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সমর্থকদের আবেগের সঙ্গে একাত্ম হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ক্লপ নিজেও।সমর্থকেরা যখন ক্লপের উদ্দেশে স্লোগান দিতে দিতে হাততালি দিচ্ছিলেন, তখন এক সময় আসন ছেড়ে দাঁড়িয়ে যান ক্লপ। বুকে এক হাত রেখে অন্য হাত উঁচিয়ে ধরেন এবং ঠিক ম্যাচ শেষে যেভাবে শূন্যে মুষ্টি ছুড়ে উদ্‌যাপন করতেন, সেটির পুনরাবৃত্তি করে দেখান। সে সময় ভক্ত-সমর্থকদের চিৎকারে পুরো এলাকা কেঁপে কেঁপে উঠছিল। একটু পর অবশ্য হাততালি দিতে দিতে ফের নিজের আসনে বসে পড়েন তিনি। এ অনুষ্ঠানে ক্লপ বলেন, তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত হলো লিভারপুলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।





Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version