গত ১৯ মে আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপ। মঙ্গলবার রাতে এক বিদায়ী অনুষ্ঠানে ভক্তদের স্লোগানের মাঝে কান্নায় ভেঙে পড়লেন প্রাক্তন এই লিভারপুল কোচ। ২০১৫ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে লিভারপুলের দায়িত্ব নেন ক্লপ। তাঁর দৌলতেই দীর্ঘ সময়ের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ায় অ্যানফিল্ডের ক্লাবটি।
এই অনুষ্ঠানে সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। লিভারপুলের হয়ে ক্লপের অবদানের কথা স্মরণ করে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে সমর্থকদের আবেগের সঙ্গে একাত্ম হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি ক্লপ নিজেও।
লিভারপুলের বিদায়ী অনুষ্ঠানে ভক্তদের স্লোগানের মাঝে কান্নায় ভেঙে পড়লেন ইয়ুর্গেন ক্লপ
Date:
Share post: