Monday, November 10, 2025

সপ্তম দফা নির্বাচনের আগে বাংলা নিয়েই ব্যতিব্যস্ত নরেন্দ্র মোদি। নিজের কেন্দ্র বারাণসীতে সর্বক্ষণের মনোযোগ দিয়ে ‘স্থায়ী ঠিকানা’ গেঁড়ে ফেললেও বারবার ছুটে আসছেন বাংলায়। মঙ্গলবার নিউজ এজেন্সিকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারেও স্পষ্ট, বাংলাই বিজেপির মাথাব্যথার কারণ। তবে বাংলায় আসন জেতা নিয়ে যে দাবি মোদি করেছেন, তা তাঁর নিজের পতনেরই প্রমাণ, পাল্টা দাবি তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মোদির কথাতেই গোবলয় এবার বিজেপি হাতছাড়া হতে চলেছে, দাবি মমতার। আর সেই সঙ্গে দেশের শাসন ক্ষমতাও যে বিজেপির হাতে আর থাকবে না, সেই কথাই ডায়মন্ড হারবার কেন্দ্রের মেটিয়াবুরুজের প্রচারমঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মমতা।

সাক্ষাৎকারে মোদি দাবি করেছিলেন বিজেপির ফলাফল সবথেকে ভালো হবে বাংলায়। বিজেপি বাংলাতেই সবথেকে বেশি সাফল্য পাবে, এমনটাই দাবি করেন মোদি। নির্বাচনী প্রচার চলাকালীন বাংলার ভোট টানতে যে গিমিক দেওয়ার চেষ্টা করেছিলেন মোদি, মেটিয়াবুরুজে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভায় তার পর্দা ফাঁস করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি মোদির কথাতেই স্পষ্ট এবার দেশের ক্ষমতা থেকে চলে যাচ্ছে বিজেপি।

মেটিয়াবুরুজ থেকে মমতা বলেন, “আজ হারাটা সম্পূর্ণ হয়েছে। গতকাল বলেছে উত্তরপ্রদেশের থেকেও বেশি ভোটে বাংলায় জিতব। বিহারের থেকেও বেশি ভোটে বাংলায় জিতব। তার মানে কী উত্তরপ্রদেশ, বিহারে হারবেন? ইউপি, বিহারে হেরে বাংলায় সব সিটেও যদি জেতেন, তাহলে সরকার তৈরি করতে পারবেন? চ্যালেঞ্জ রইল নরেন্দ্র মোদি।”

মূলত গোবলয়ের পাঁচ রাজ্যে বিরাট ব্যবধানের জয়ের কারণে কেন্দ্রের ক্ষমতায় আসা সহজ হয় বিজেপির। এবার সেখানে মোদি নিজেই দাবি করছেন বিজেপির সবথেকে বড় জয়ের জায়গা বাংলা। সেখানেই মমতা উত্তর ভারতের গোবলয়ের রাজনৈতিক সমীকরণই স্পষ্ট করে বুঝিয়ে দিলেন সেই রাজ্যগুলিতে পায়ের তলার মাটি খুঁজে পাচ্ছে না মোদি। তাই মোটিয়াবুরুজের জনসভা থেকে কেন্দ্রের সরকার গঠন নিয়েও মোদিকে চ্যালেঞ্জ জানালেন মমতা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version