Tuesday, November 4, 2025

জম্মু ও কাশ্মীরে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident )জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)। এবার খাদে বাস পড়ে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত অনেকে। পুলিশ সূত্রে খবর, অন্তত ৪০ জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, যাত্রীবোঝাই বাসটি উত্তরপ্রদেশের হাথরস থেকে কাশ্মীরে গিয়েছিল। বৃহস্পতিবার ওই বাস যাত্রীদের (Passengers) নিয়ে জম্মু থেকে রিয়াসি জেলার শিব খোরির দিকে যাওয়ার পথে আচমকাই দুর্ঘটনা ঘটে।

আহতদের ইতিমধ্যে আখনুরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি যাদের অবস্থা আশঙ্কাজনক, তাঁদের পাঠানো হয়েছে জম্মুতে। এখনও জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিএমওর তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করে বলা হয়েছে, ‘‘আখনুরে বাস দুর্ঘটনায় যে প্রাণহানি ঘটেছে, তাতে আমি শোকস্তব্ধ। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। মৃতদের আত্মীয়দের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’ প্রধানমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিজনদের দু’লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। দুর্ঘটনা। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও।

এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশ। দুর্ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের পরিবহণ কমিশনার রাজেন্দ্র সিং জানিয়েছেন, এদিন জাতীয় সড়কের বাঁকের মুখে বাসচালক নিয়ন্ত্রণ হারান। এরপরই বাসটি খাদে গড়িয়ে পড়ে। তবে বাঁকটি খুবই সাধারণ ছিল বলে জানিয়েছেন তিনি। তাঁর কথায়, হতে পারে, চালক ঘুমিয়ে পড়েছিলেন। তাই না ঘুরে তিনি সোজা বাস চালিয়ে দেন।


Related articles

ভারতে প্রতি সপ্তাহে ওষুধের ওভারডোজে ১২ জনের মৃত্যু! চাঞ্চল্য NCRB-র রিপোর্টে

ওষুধের (Drug) ওভারডোজ। এর জেরে প্রতি সপ্তাহে ভারতে মৃত্যু হচ্ছে ১২ জনের। চিকিৎসকের (Doctor) পরামর্শ ছাড়া ওষুধ সেবন...

SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে মমতা-অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও SIR-এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। মঙ্গলবার, দুপুর সোয়া দুটো নাগাদ রেড রোডে আম্বেদকরের মূর্তিতে...

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...
Exit mobile version