Sunday, August 24, 2025

এবার স্থায়ী জামিনের আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়াল

Date:

শীর্ষ আদালতে খারিজ হয়ে যায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনে জরুরি শুনানির আর্জি। এবার স্থায়ী জামিন চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (APP) প্রধান অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। বৃহস্পতিবার বিকেলেই এই আবেদনের শুনানি হতে পারে। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ ২১ দিনের জন্য অন্তর্বর্তী জামিনে মুক্ত রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।দিল্লির আবগারি লাইসেন্স বণ্টন দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ প্রধান কেজরিওয়ালকে (Arvind Kejriwal) নির্বাচনের মধ্যেই ২১ মার্চ গ্রেফতার করা হয়। লোকসভা ভোটের প্রচারে সুযোগ দিতে ১০ মে আপ প্রধানকে ১ জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। বুধবার, অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে জরুরি শুনানির আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে আগামী মঙ্গলবার সেই মামলা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। সেই কারণেই এদিন স্থায়ী জামিন চেয়ে নিম্ন আদালতে আবেদন জানালেন আপ প্রধান।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় নাম জড়ায় কেজরির। এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিলেন। অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। শর্ত অনুযায়ী, ২ জুন তিহার কর্তৃপক্ষের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে। কেজরিওয়াল তাঁর আবেদনে জানান, পিইটি-সিটি স্ক্যান-সহ একাধিক গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষার জন্য তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করা হোক। কিন্তু সেই শুনানিতে শুরু না হওয়ায়, এবার স্থানীয় জামিন চাইলেন কেজরি। এদিনই মামলার শুনানি হতে পারে।







Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version