Monday, November 10, 2025

আইফোনের দাবিতে বৃহন্নলার পালিতা মেয়েকে খুনের চেষ্টা! গ্রেফতার স্বামী 

Date:

বিয়েতে পণ হিসেবে আইফোন আর দামি বাইক না মেলায় শ্বাসরোধ করে মহিলাকে মারার চেষ্টা স্বামীর। অভিযুক্তের নাম মনোজ শেখ (Manoj Sheikh)। সামাজিক অনুষ্ঠান করে ২১ মে বৃহন্নলা খুশি বিবির মেয়ে শাবানা খাতুনকে (Shabana Khatun) বিয়ে করেছিলেন তিনি। শাবানা বীরভূমের মুরারই থানার ডুমুরগ্রামের বাসিন্দা হলেও তাঁর মা তাঁকে মল্লারপুরে নিয়ে আসেন। বিয়ের পর থেকেই শুরু হয় টাকা, গাড়ির দাবিতে অত্যাচার। চাহিদা মতো জিনিস না মেলায় শাবানাকে মেরে ফেলার চেষ্টা করেন অভিযুক্ত মনোজ। মল্লারপুর থানার পুলিশ (Mallarpur Police Station) তাঁকে ধরতে পারলেও পলাতক তাঁর বাবা মুন্না শেখ ও শাশুড়ি লাল বিবি।

খুশি বিবি জানিয়েছেন, তিনি নিজে বৃহন্নলা তাই চেয়েছিলেন ধুমধাম করে সামাজিকভাবে মেয়েকে বিয়ে দিয়ে সুখী করতে। সম্বন্ধ করে ভিক্ষার জমানো সর্বস্ব টাকা দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার সপ্তাহ পর থেকে এটা ওটা চেয়ে জামাই, শ্বশুর-শাশুড়ি অত্যাচার শুরু করেন। চার লক্ষ নগদ ও পাঁচ ভরি সোনা, দামি মোটরবাইক দিয়ে বিয়েতে দেওয়ার পর খাট, টিভির দাবি করা হয়। মেয়ের সুখের কথা ভেবে তাও দেওয়া হয়। এরপরেও থামেনি অত্যাচার।মধ্যস্থতা করতে হয় স্থানীয় কেতুগ্রাম থানাকে। এরপর একটা আইফোন ও দামি তিনলাখ টাকার বাইক দাবি করেন মনোজ। তখন নিরুপায় হয়ে শাবানা মল্লারপুরে ফিরে আসেন।

শাবানা বলছেন, মায়ের কাছে চলে আসার দিন দুই পরে স্বামী শ্বশুর, শাশুড়ি মল্লারপুরে এসে আইফোনের দাবি করেন। বাড়িতে তাঁর মা না থাকার সুযোগে তিনজনে মিলে ফের মারধর শুরু করেন। আচমকা স্বামী ঘরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ফোন করতে চাইলে তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে শাবানাকে উদ্ধার করেন। ইতিমধ্যেই মনোজের বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে।


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version